০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

‘বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • / ১০৩৫৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে অর্থবছরে প্রায় ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বলা হয়, করোনা মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

তিনি বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।’

আরও পড়ুন: ‘আইন সংশোধন করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতে বাধ্য করতে পারি’

বাংলা দেশের গ্রামীণ ও নগর উন্নয়ন এবং এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহীত করতে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে এডিবি।

কান্ট্রি ডিরেক্টর বলেন, মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে সবসময় এডিবি থাকবে।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন: ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

বৈঠকে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে আরও সহযোগিতা করার অনুরোধ জানান অর্থমন্ত্রী।

বৈঠকে ২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এডিবি এখন পর্যন্ত বাংলাদেশকে ২ হাজার ৭০০ কোটি (২৭ বিলিয়ন) ডলার ঋণ দিয়েছে। সংস্থাটি বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন, জ্বালানি, পানি সম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি’

আপডেট: ০৭:৩৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে গৃহীত উন্নয়ন প্রকল্পে অর্থবছরে প্রায় ২০০ কোটি ডলার (২ বিলিয়ন) ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশের সঙ্গে এডিবির দৃঢ় সম্পর্ক রয়েছে এবং এডিবি বাংলাদেশের পাশে থাকবে।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অর্থ মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বলা হয়, করোনা মহামারির মধ্যে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর।

তিনি বলেন, ‘করোনা মহামারি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।’

আরও পড়ুন: ‘আইন সংশোধন করে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আসতে বাধ্য করতে পারি’

বাংলা দেশের গ্রামীণ ও নগর উন্নয়ন এবং এবং জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহীত করতে সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছে এডিবি।

কান্ট্রি ডিরেক্টর বলেন, মহামারি কাটিয়ে উঠতে বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা পুনরুদ্ধারে এডিবি শুরু থেকেই বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে সবসময় এডিবি থাকবে।

বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের গৃহীত কার্যক্রমের প্রশংসা করেন তিনি।

আরও পড়ুন: ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইল বাংলাদেশ

বৈঠকে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবিকে আরও সহযোগিতা করার অনুরোধ জানান অর্থমন্ত্রী।

বৈঠকে ২০২৩ সালে বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয়।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এডিবি এখন পর্যন্ত বাংলাদেশকে ২ হাজার ৭০০ কোটি (২৭ বিলিয়ন) ডলার ঋণ দিয়েছে। সংস্থাটি বিদ্যুৎ, শিক্ষা, পরিবহন, জ্বালানি, পানি সম্পদ, কৃষি, স্থানীয় সরকার, সুশাসন, আর্থিক এবং বেসরকারি খাতকে প্রাধান্য দেয়।

ঢাকা/টিএ