১০:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / ১০৪৩৮ বার দেখা হয়েছে

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

সংযুক্ত আরব আমিরাতে চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।

ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদন মতে, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা পড়া দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে।

আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাচাই-বাছাই করা হবে না।

হঠাৎ কেন এই ভিসা নিষেধাজ্ঞা?

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিসা নিষেধাজ্ঞার কারণ বিস্তারিত জানায়নি। তবে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নেতিবাচক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালার মতো বিষয়গুলো রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আমিরাতের

আপডেট: ০৩:০২:১২ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত। ২০২৬ সালের জানুয়ারি থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে। চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই ৯ দেশের নাগরিকরা এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন।

সংযুক্ত আরব আমিরাতে চাকরি, পর্যটন ও ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি। যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন।

ট্রাভেল অ্যান্ড ট্যুর ওয়ার্ল্ড-এর এক প্রতিবেদন মতে, আমিরাত কর্তৃপক্ষের ভিসা নিষেধাজ্ঞা পড়া দেশগুলোর মধ্যে রয়েছে উগান্ডা, সুদান, সোমালিয়া, ক্যামেরুন, লিবিয়া, আফগানিস্তান, ইয়েমেন, লেবানন ও বাংলাদেশ। এই দেশগুলোর নাগরিকদের বর্তমানে পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে নিষেধ করা হয়েছে।

আমিরাতের অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের ভিসা আবেদনগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যাচাই-বাছাই করা হবে না।

হঠাৎ কেন এই ভিসা নিষেধাজ্ঞা?

সংযুক্ত আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই ভিসা নিষেধাজ্ঞার কারণ বিস্তারিত জানায়নি। তবে একাধিক প্রতিবেদন থেকে জানা গেছে, এই সিদ্ধান্তের পেছনে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নেতিবাচক কূটনৈতিক সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কিত নীতিমালার মতো বিষয়গুলো রয়েছে।

ঢাকা/এসএইচ