১২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশি পণ্যের বিশাল বাজার হবে নাইজেরিয়া: জসিম উদ্দিন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

নাইজেরিয়া বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস মোসেস আচানিয়া’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি এ কথা বলেন।

তিনি বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ।

তিনি জানান, ২০২১-২২ অর্থ বছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমাণ ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসময় প্রতিনিধিদলে আরও ছিলেন এনবিটিটিএফ-এর সদস্য মি. লিওনার্ড, ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ, সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে রবার্টস মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুঁজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজসম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

বাংলাদেশি পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের তালিকা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, পরিচালক মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশি পণ্যের বিশাল বাজার হবে নাইজেরিয়া: জসিম উদ্দিন

আপডেট: ০৬:৪১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩

নাইজেরিয়া বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে বলে মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকায় সফররত নাইজেরিয়া-বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেকনোলজি ফোরামের (এনবিটিটেএফ) সভাপতি রবার্টস মোসেস আচানিয়া’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি এ কথা বলেন।

তিনি বলেন, নাইজেরিয়াসহ আফ্রিকার দেশগুলোয় বাজার সম্ভাবনা রয়েছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরও বেশি উদ্যোগী হওয়া গেলে বাংলাদেশি পণ্যের বিশাল এক বাজার হতে পারে নাইজেরিয়া এবং আফ্রিকার অন্যান্য দেশ।

তিনি জানান, ২০২১-২২ অর্থ বছরে নাইজেরিয়াতে ১৪.৬৪ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে আমদানির পরিমাণ ৪৭৬.৬৪ মিলিয়ন ডলার।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এসময় প্রতিনিধিদলে আরও ছিলেন এনবিটিটিএফ-এর সদস্য মি. লিওনার্ড, ন্যাশনাল আইডেনটিটি ম্যানেজমেন্ট কমিশনের মহাসচিব আবুবকর আলিও আজিজ, সদস্য গুমি আলিয়্যা আবুবকর।

বৈঠকে রবার্টস মোসেস আচানিয়া বলেন, বস্ত্র ও সিরামিক খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা অনেক বেশি। এই খাতগুলোর সম্প্রসারণে আমরা যৌথ উদ্যোগ খুঁজছি। নাইজেরিয়াতে গ্যাস, জ্বালানি তেল, স্বর্ণ, স্টিলসহ অন্যান্য খনিজসম্পদ রয়েছে। সুতরাং সেখানে সম্ভাবনা প্রচুর।

বাংলাদেশি পণ্য সম্পর্কে ভালো ধারণা পেতে নাইজেরিয়ার প্রতিনিধিদলকে পূর্বাচলে চলমান ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পরিদর্শনের আহ্বান জানান জসিম উদ্দিন। এছাড়া প্রয়োজনীয় সুবিধা পেলে নাইজেরিয়া থেকে এলএনজি আমদানি করা যেতে পারে বলে জানান তিনি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের তালিকা দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

আগামী মার্চে এফবিসিসিআই’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিট সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন এফবিসিসিআই সভাপতি। পাশাপাশি নাইজেরিয়ার ব্যবসায়ীদের সামিটে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, পরিচালক মো. নাসের, আবু হোসেন ভুঁইয়া রানু, উপদেষ্টা আবদুল হক, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক প্রমুখ।

ঢাকা/এসএ