বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূতের বৈঠক

- আপডেট: ০১:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১০৩৬৮ বার দেখা হয়েছে
বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (ডেজিগনেট) বিনোদ কে জ্যাকব।
বুধবার (৩০ আগস্ট) বাহরাইনের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের নিজ কার্যালয়ে সাক্ষাৎ করেন ভারতীয় রাষ্ট্রদূত।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম নবনিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত (ডেজিগনেট) বিনোদ কে জ্যাকবকে তার কার্যালয়ে স্বাগত জানান। পরে দুই রাষ্ট্রদূতের মধ্যে একটি বৈঠক হয়।
আরও পড়ুন: বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: প্রধান বিচারপতি
বৈঠকে তারা দুই দেশের মধ্যকার সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতিসহ আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
ঢাকা/টিএ