বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত

- আপডেট: ১১:৩২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
- / ১০৩৬৬ বার দেখা হয়েছে
সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। যার জেরে ১২ জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। জবাবে পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছিল ভারত। এ বিষয়ে শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালকে প্রশ্ন করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এসময় তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আমরা আগেও অবস্থান পরিষ্কার করেছি। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকায় গিয়েও ইতিবাচক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছেন। আমরা দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং সম্পর্ক আরও ইতিবাচক পথে এগিয়ে নিতে চাই। এ অবস্থান আমাদের অপরিবর্তিত।
কাঁটাতারের বেড়া প্রসঙ্গে নিয়ে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে ডেকে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, আন্তঃসীমান্ত অপরাধ রোধ, পাচার বন্ধ এবং গবাদি পশুর জন্য সুরক্ষিত সীমান্ত তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি। এসব কার্যক্রমের অংশ হিসেবে আমরা কাঁটাতারের বেড়া, আলো এবং প্রযুক্তিগত ডিভাইস স্থাপন করছি। এ বিষয়ে ভারত দৃঢ়প্রতিজ্ঞ, বলেও জানান তিনি।
আরও পড়ুন: যুদ্ধবিরতি ঘোষণার পর ইসরায়েলি হামলায় ৮০ ফিলিস্তিনি নিহত
পশ্চিমবঙ্গের মালদা এবং বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলতি মাসের শুরুতে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে।
বিজিবি এর প্রতিবাদ জানালে নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়। এসময় ভারত দাবি করে, তারা আগের চুক্তি অনুযায়ী কাজ করছে। তবে বাংলাদেশ জানিয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া এ চুক্তি পুনর্বিবেচনা করা হবে।
ঢাকা/এসএইচ