বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে

- আপডেট: ১১:২২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / ১০২২০ বার দেখা হয়েছে
বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) সাম্প্রতিক মাসগুলোতে কিছুটা গতি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই বেড়েছে ১১ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৩০৩ মিলিয়ন মার্কিন ডলার, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রান্তিক প্রবৃদ্ধি নির্দেশ করে।
তবে বিশ্লেষকরা বলছেন, এই প্রবৃদ্ধির পরিসংখ্যান যতটা আশাব্যঞ্জক মনে হচ্ছে, এর অন্তরালে রয়েছে উদ্বেগের বার্তা। কারণ, এফডিআই বৃদ্ধির এই গতি এসেছে পুরোনো বিনিয়োগকারীদের পুনঃবিনিয়োগ থেকে—নতুন প্রকল্প বা নতুন বিদেশি মূলধন থেকে নয়। ফলে সামগ্রিকভাবে বিনিয়োগের পরিধি বাড়লেও নতুন শিল্পপ্রবাহের গতি মন্থরই রয়ে গেছে।
বাংলাদেশ ব্যাংকের বিশদ পরিসংখ্যান বলছে, এপ্রিল-জুন প্রান্তিকে পুনঃবিনিয়োগের পরিমাণ আগের বছরের তুলনায় ৬০০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৬৮ মিলিয়ন ডলার। অর্থাৎ, যারা ইতোমধ্যে বাংলাদেশে ব্যবসা করছে, তারাই তাদের মুনাফা বা রিজার্ভের বড় অংশ আবার দেশে বিনিয়োগ করছে।
কিন্তু নতুন মূলধন বিনিয়োগ (ইকুইটি ইনফ্লো) উদ্বেগজনকভাবে কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের একই প্রান্তিকে যেখানে নতুন মূলধন ছিল প্রায় ২১৩ মিলিয়ন ডলার, সেখানে এবার তা নেমে এসেছে মাত্র ৮১ মিলিয়ন ডলারে — অর্থাৎ ৬২ শতাংশ পতন।
এছাড়া, আন্তঃপ্রতিষ্ঠান ঋণ প্রবাহও কমেছে, যা সামগ্রিক বিনিয়োগ সক্ষমতার ওপর চাপ সৃষ্টি করছে। অর্থনীতিবিদদের মতে, বৈদেশিক মুদ্রার তারল্য সংকট, নীতিগত অনিশ্চয়তা এবং প্রকল্প অনুমোদনে ধীরগতিই নতুন বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করছে।
ঢাকা/এসএইচ