১১:৪০ অপরাহ্ন, বুধবার, ০১ অক্টোবর ২০২৫

বাংলাদেশে যেভাবে দেখবেন কোপার ম্যাচ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ১০৪০৫ বার দেখা হয়েছে

লাতিন মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাও তাদের দখলে। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এরপর কাতারে জেতে ফিফা বিশ্বকাপ। এর মধ্যে দিয়ে দলটির সেরা তারকা লিওনেল মেসি পায় কিংবদন্তির খেতাব।

ঘনিয়ে আসছে কোপার আরও একটি আসর। যুক্তরাষ্ট্রে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ আসর শুরু হবে ২০ জুন (বাংলাদেশ সময় ২১ জুন)। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, ফুটবলের দুই মেগা ইভেন্টে দুভাগে বিভক্ত হয়ে পড়ে পুরো বাংলাদেশ।

বেড়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকের কথার লড়াই। সামাজিকযোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে চলে ট্রল। বাংলাদেশ সময় ভোরে হবে কোপার বেশিরভাগ ম্যাচ। সাধারণ চাকুরিজীবীদের জন্য হতে পারে চমৎকার একটি সময়।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

নিয়ম অনুযায়ী দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদস্যভুক্ত ১০ দল অংশ নিচ্ছে। সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল (কনকাকাফ) অঞ্চলের ৬টি দলও লড়বে এবারের আসরে। অংশগ্রহণকারী ১৬টি দলকে বিভক্ত করা হয়েছে চার গ্রুপে।

কোপা আমেরিকা শুরু ও শেষ সময় যুক্তরাষ্ট্রে ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকা কাপ। ১৪ জুলাই হবে শিরোপার লড়াই। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কানাডার বিপক্ষে।

গ্রুপ পর্ব: ২০ জুন থেকে ২ জুলাই

কোয়ার্টার ফাইনাল: ৪-৬ জুলাই

সেমিফাইনাল: ৯ ও ১০ জুলাই

তৃতীয় স্থান নির্ধারণী: ১ জুলাই

ফাইনাল: ১৪ জুলাই

কোপায় কে কোন গ্রুপে খেলবে

এ-গ্রুপ: আর্জেন্টিনা, চিলি, পেরু ও কানাডা

বি-গ্রুপ: মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও জ্যামাইকা

সি-গ্রুপ: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা

ডি-গ্রুপ: ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকা

যেভাবে দেখা যাবে কোপার ম্যাচ

বাংলাদেশ: টি-স্পোর্টস, টি-স্পোর্টস অ্যাপ

ভারত: সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপ

যুক্তরাষ্ট্র: ফক্স, এফএসওয়ান, ফক্সস্পোর্টসডটকম, ফক্স স্পোর্টস অ্যাপ

যুক্তরাজ্য: প্রিমিয়ার স্পোর্টস

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশে যেভাবে দেখবেন কোপার ম্যাচ

আপডেট: ০৪:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

লাতিন মহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের শিরোপাও তাদের দখলে। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো শিরোপা ঘরে তুলে আলবিসেলেস্তারা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এরপর কাতারে জেতে ফিফা বিশ্বকাপ। এর মধ্যে দিয়ে দলটির সেরা তারকা লিওনেল মেসি পায় কিংবদন্তির খেতাব।

ঘনিয়ে আসছে কোপার আরও একটি আসর। যুক্তরাষ্ট্রে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ আসর শুরু হবে ২০ জুন (বাংলাদেশ সময় ২১ জুন)। বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা, ফুটবলের দুই মেগা ইভেন্টে দুভাগে বিভক্ত হয়ে পড়ে পুরো বাংলাদেশ।

বেড়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থকের কথার লড়াই। সামাজিকযোগাযোগ মাধ্যমে একে অপরকে নিয়ে চলে ট্রল। বাংলাদেশ সময় ভোরে হবে কোপার বেশিরভাগ ম্যাচ। সাধারণ চাকুরিজীবীদের জন্য হতে পারে চমৎকার একটি সময়।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস: ইয়ান বিশপ

নিয়ম অনুযায়ী দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সদস্যভুক্ত ১০ দল অংশ নিচ্ছে। সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল (কনকাকাফ) অঞ্চলের ৬টি দলও লড়বে এবারের আসরে। অংশগ্রহণকারী ১৬টি দলকে বিভক্ত করা হয়েছে চার গ্রুপে।

কোপা আমেরিকা শুরু ও শেষ সময় যুক্তরাষ্ট্রে ২০ জুন মাঠে গড়াবে কোপা আমেরিকা কাপ। ১৪ জুলাই হবে শিরোপার লড়াই। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কানাডার বিপক্ষে।

গ্রুপ পর্ব: ২০ জুন থেকে ২ জুলাই

কোয়ার্টার ফাইনাল: ৪-৬ জুলাই

সেমিফাইনাল: ৯ ও ১০ জুলাই

তৃতীয় স্থান নির্ধারণী: ১ জুলাই

ফাইনাল: ১৪ জুলাই

কোপায় কে কোন গ্রুপে খেলবে

এ-গ্রুপ: আর্জেন্টিনা, চিলি, পেরু ও কানাডা

বি-গ্রুপ: মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও জ্যামাইকা

সি-গ্রুপ: উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, বলিভিয়া ও পানামা

ডি-গ্রুপ: ব্রাজিল, প্যারাগুয়ে, কলম্বিয়া ও কোস্টারিকা

যেভাবে দেখা যাবে কোপার ম্যাচ

বাংলাদেশ: টি-স্পোর্টস, টি-স্পোর্টস অ্যাপ

ভারত: সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপ

যুক্তরাষ্ট্র: ফক্স, এফএসওয়ান, ফক্সস্পোর্টসডটকম, ফক্স স্পোর্টস অ্যাপ

যুক্তরাজ্য: প্রিমিয়ার স্পোর্টস

ঢাকা/এসএইচ