০৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি চূড়ান্ত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • / ১০৫০৮ বার দেখা হয়েছে

সফলভাবে টানা দুটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। চলতি মাসে কোনো সিরিজ না থাকায় লম্বা ছুটি পাচ্ছেন তারা। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ওই সিরিজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ (১৭ মে) আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট ম্যাচ। সাদা পোশাকে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, ব্যস্ত সূচির কারণে সেটি একটিতে কমিয়ে আনার কথা আগেই বিসিবি জানিয়েছিল।

টেস্ট শেষ হওয়ার পরপরই বাংলাদেশকে অপেক্ষায় রেখে রশিদ খানের দল সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে। ১৯ জুন তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দেশ দুটির সিরিজ শেষ হলে, ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আফগানিস্তান দ্বিতীয় দফায় বাংলাদেশের বিমান ধরবে।

আরও পড়ুন: মিলানকে হারিয়ে ফাইনালে ইন্টার

এদিকে ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল গণমাধ্যমে বলেছিলেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা যেকোনো অ্যাথলেটের জন্য খুব দরকারী।’

ঢাকা/এসএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি চূড়ান্ত

আপডেট: ০২:০৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

সফলভাবে টানা দুটি সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। চলতি মাসে কোনো সিরিজ না থাকায় লম্বা ছুটি পাচ্ছেন তারা। এরপরই ঘরের মাঠে আফগানিস্তানকে আতিথ্য দেবে বাংলাদেশ। ওই সিরিজের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।

সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ (১৭ মে) আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট ম্যাচ। সাদা পোশাকে দুটি ম্যাচ খেলার কথা থাকলেও, ব্যস্ত সূচির কারণে সেটি একটিতে কমিয়ে আনার কথা আগেই বিসিবি জানিয়েছিল।

টেস্ট শেষ হওয়ার পরপরই বাংলাদেশকে অপেক্ষায় রেখে রশিদ খানের দল সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে। ১৯ জুন তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দেশ দুটির সিরিজ শেষ হলে, ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আফগানিস্তান দ্বিতীয় দফায় বাংলাদেশের বিমান ধরবে।

আরও পড়ুন: মিলানকে হারিয়ে ফাইনালে ইন্টার

এদিকে ক্রিকেটারদের ছুটি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গতকাল গণমাধ্যমে বলেছিলেন, ‘আমরা সব সময় ক্রিকেটারদের ওয়ার্কলোড নিয়ে কথা বলি। সামনে আমাদের দুটি বড় প্রতিযোগিতা আছে। বিশ্রামের এই সময়টা ক্রিকেটারদের খুব কাজে লাগবে। পরিবারের সঙ্গে থাকতে পারবে। নিজেদের ব্যক্তিগত কাজগুলোও করতে পারবে। মানসিকভাবে ওরা খুব ফ্রি থাকতে পারবে যা যেকোনো অ্যাথলেটের জন্য খুব দরকারী।’

ঢাকা/এসএ