বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে দুই চুক্তি স্বাক্ষর

- আপডেট: ০১:২৯:১০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৪১৪ বার দেখা হয়েছে
বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট নির্মাণ এবং নগর সরকার ও অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ দুটি চুক্তিতে স্বাক্ষর করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ বৈঠক করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয় সকাল সাড়ে দশটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানান।
আরও পড়ুন: মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল কর্মকাণ্ডে সন্তুষ্ট ফ্রান্স: প্রধানমন্ত্রী
এর আগে দিনের শুরুতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ঢাকায় সফররত ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ। সকালে শ্রদ্ধা জানানোর পর পরিদর্শন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর। এরপর সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করার উদ্দেশ্যে রওনা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট।
সব আনুষ্ঠানিকতা শেষে আজ দুপুরের পর ঢাকা ছাড়ার কথা রয়েছে ম্যাক্রোঁর। বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকা/এসএ