বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা

- আপডেট: ০২:১৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- / ১০৩৫৪ বার দেখা হয়েছে
ইরাকের বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা হয়েছে। কয়েকশ বিক্ষোভকারী বৃহস্পতিবার ভোরে দূতাবাসে আগুন দেয়। একটি সূত্র ও প্রত্যক্ষদর্শীর বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্রটি বলেছে, দূতাবাসের কোনও কর্মী হতাহত হয়নি। বাগদাদে সুইডিশ দূতাবাসের কর্মকর্তারা এ বিষয়ে কিছু জানায়নি।
ঈদের ছুটিতে সুইডেনে পবিত্র কোরআনের একটি অনুলিপিতে আগুন দেন এক ব্যক্তি। ওই ঘটনার প্রতিবাদে ইরাকের শিয়া ধর্মগুরু মুক্তাদা সদর এই বিক্ষোভটির ডাক দেন।
সদরকে সমর্থনকারী জনপ্রিয় টেলিগ্রাম চ্যানেল ওয়ান বাগদাদে প্রকাশিত একটি ভিডিও-তে দেখা যায়, দূতাবাসের চারপাশে বিক্ষোভকারীরা জড়ো হচ্ছে। কিছুক্ষণ পর দূতাবাস কমপ্লেক্সের একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।
আরও পড়ুন: উত্তর কোরিয়ায় মার্কিন সেনা সদস্য আটক
রয়টার্স স্বাধীনভাবে ভিডিওগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। হামলার সময় দূতাবাসের ভেতরে কেউ ছিল কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
ঢাকা/এসএ