০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ মে ২০২৪

বাজেটবান্ধব ইনফিনিক্স ‘স্মার্ট ৫’

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
  • / ৪১৪১ বার দেখা হয়েছে

উদ্ভাবনী ডিভাইসের প্রিমিয়াম অনলাইনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তরুণদের জন্য আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যে ‘স্মার্ট ৫’ নিয়ে এসেছে। স্মার্টফোনটির বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি ৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এর ইন্টেলিজেন্ট পাওয়ার-সেভিং চিন্তা ছাড়াই সারা দিন বিনোদন উপভোগের সুযোগ দিবে।

৬.৬ ইঞ্চির এইচডি+ ওয়াইড স্ক্রিনে স্বচ্ছ অভিজ্ঞতা পাওয়া যাবে, সঙ্গে বড় স্ক্রিনে গেম খেলার প্রিমিয়াম অনুভূতিও পাওয়া যাবে। এ ছাড়াও ৫০০ নিটস সানলাইট ডিসপ্লের কারণে আপনি সব ধরনের সূর্যালোকে মোবাইলের স্ক্রিন স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন।

মোবাইলটির ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিখুঁত ছবি তোলার জন্য এতে অটোমেটিক রি-টাচিং ফিচার যুক্ত করা হয়েছে। এতে থাকা সেলফি ফোকাস এবং ডুয়েল ফ্ল্যাশ ছাড়াও আপনি জেন্টল ব্লার করার সুযোগ পাবেন। ইনফিনিক্স স্মার্ট ৫-এ রিয়ার ক্যামেরা অংশে থাকা ১৩ এমপি ট্রিপল ক্যামেরা দিয়ে সূর্যের আলো কম বা বেশি নির্বিশেষে আপনি সর্বদা স্পষ্ট, উজ্জ্বল এবং অধিকতর সুন্দর ছবি তোলার সুযোগ দিবে।

নতুন এ স্মার্টফোনটি বাজেটবান্ধব এবং সেরা পারফরম্যান্স ফোন। ইনফিনিক্স স্মার্ট ৫ তিনটি মনোমুগ্ধকর- মিডনাইট ব্ল্যাক, ওশান ওয়েভ এবং কোয়েটজাল সায়ান রঙে পাওয়া যাচ্ছে। আগ্রহী গ্রাহকরা অফলাইন প্ল্যাটফর্ম পিকাবু আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে ইনফিনিক্সের নতুন এ হ্যান্ডসেট কিনতে পারবেন। ৩ জিবি + ৬৪ জিবি সংস্করণটি ৯ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাবে।

শেয়ার করুন

x

বাজেটবান্ধব ইনফিনিক্স ‘স্মার্ট ৫’

আপডেট: ০২:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১

উদ্ভাবনী ডিভাইসের প্রিমিয়াম অনলাইনভিত্তিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স তরুণদের জন্য আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যে ‘স্মার্ট ৫’ নিয়ে এসেছে। স্মার্টফোনটির বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি ৪ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এর ইন্টেলিজেন্ট পাওয়ার-সেভিং চিন্তা ছাড়াই সারা দিন বিনোদন উপভোগের সুযোগ দিবে।

৬.৬ ইঞ্চির এইচডি+ ওয়াইড স্ক্রিনে স্বচ্ছ অভিজ্ঞতা পাওয়া যাবে, সঙ্গে বড় স্ক্রিনে গেম খেলার প্রিমিয়াম অনুভূতিও পাওয়া যাবে। এ ছাড়াও ৫০০ নিটস সানলাইট ডিসপ্লের কারণে আপনি সব ধরনের সূর্যালোকে মোবাইলের স্ক্রিন স্বাচ্ছন্দ্যে দেখতে পারবেন।

মোবাইলটির ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে নিখুঁত ছবি তোলার জন্য এতে অটোমেটিক রি-টাচিং ফিচার যুক্ত করা হয়েছে। এতে থাকা সেলফি ফোকাস এবং ডুয়েল ফ্ল্যাশ ছাড়াও আপনি জেন্টল ব্লার করার সুযোগ পাবেন। ইনফিনিক্স স্মার্ট ৫-এ রিয়ার ক্যামেরা অংশে থাকা ১৩ এমপি ট্রিপল ক্যামেরা দিয়ে সূর্যের আলো কম বা বেশি নির্বিশেষে আপনি সর্বদা স্পষ্ট, উজ্জ্বল এবং অধিকতর সুন্দর ছবি তোলার সুযোগ দিবে।

নতুন এ স্মার্টফোনটি বাজেটবান্ধব এবং সেরা পারফরম্যান্স ফোন। ইনফিনিক্স স্মার্ট ৫ তিনটি মনোমুগ্ধকর- মিডনাইট ব্ল্যাক, ওশান ওয়েভ এবং কোয়েটজাল সায়ান রঙে পাওয়া যাচ্ছে। আগ্রহী গ্রাহকরা অফলাইন প্ল্যাটফর্ম পিকাবু আউটলেট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ থেকে ইনফিনিক্সের নতুন এ হ্যান্ডসেট কিনতে পারবেন। ৩ জিবি + ৬৪ জিবি সংস্করণটি ৯ হাজার ৪৯০ টাকায় পাওয়া যাবে।