১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪

বাজেটের বড় নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
  • / ১১১২৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

গত দুই মাসের বেশি সময় যাবত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ এবং তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা কর্তনের বিষয়ে গণমাধ্যমে নানা রকম নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছিল। এর প্রেক্ষিতে শেয়ারবাজারেও দেখা যাচ্ছিল ধারাবাহিক পতন। দুই মাসের ধারাবাহিক পতনে দেশের প্রধান শেয়ারবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে গিয়েছিল ৬০০ পয়েন্টের বেশি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গণমাধ্যমের আগাম সেসব খবরই প্রতিফলিত হয়েছে। প্রস্তাবিত বাজেটে গেইন ট্যাক্স আরোপ প্রস্তাব করা হয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্তন করা হলেও অতালিকাভুক্ত কোম্পানির সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এতে শেয়ারবাজার সংশ্লিষ্টরা হতবাক হয়েছেন এবং শেয়ারবাজার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এমন অবিবেচনাপ্রসূত প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছেন।

বাজেট ঘোষণার পর আজ প্রথম কর্মদিবস রোববার (০৯ জুন) শেয়ারবাজারের লেনদেনে বাজেটের নেতিবাচক প্রভাব বড় আকারে দেখা দিয়েছে। দিনের শুরুতে যদিও নেতিবাচক প্রভাব খুব একটা মারাত্মক ছিল না; কিন্তু সময় যতই গড়াচ্ছিল, নেতিবাচক প্রভাব ততটাই জোরদার হচ্ছিল। দিনশেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আরও বড় হতাশায় ফেলে প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ রোববার (০৯ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা।

আরও পড়ুন: লুজারের শীর্ষে এস্কয়ার নিট কম্পোজিট

আজ ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৬৮টির, কমেছিল ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

বাজেটের বড় নেতিবাচক প্রভাব পুঁজিবাজারে

আপডেট: ০৫:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪

গত দুই মাসের বেশি সময় যাবত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গেইন ট্যাক্স আরোপ এবং তালিকাভুক্ত কোম্পানির কর সুবিধা কর্তনের বিষয়ে গণমাধ্যমে নানা রকম নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছিল। এর প্রেক্ষিতে শেয়ারবাজারেও দেখা যাচ্ছিল ধারাবাহিক পতন। দুই মাসের ধারাবাহিক পতনে দেশের প্রধান শেয়ারবাজার  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমে গিয়েছিল ৬০০ পয়েন্টের বেশি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে গণমাধ্যমের আগাম সেসব খবরই প্রতিফলিত হয়েছে। প্রস্তাবিত বাজেটে গেইন ট্যাক্স আরোপ প্রস্তাব করা হয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্তন করা হলেও অতালিকাভুক্ত কোম্পানির সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। এতে শেয়ারবাজার সংশ্লিষ্টরা হতবাক হয়েছেন এবং শেয়ারবাজার বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এমন অবিবেচনাপ্রসূত প্রস্তাবের কঠোর বিরোধিতা করেছেন।

বাজেট ঘোষণার পর আজ প্রথম কর্মদিবস রোববার (০৯ জুন) শেয়ারবাজারের লেনদেনে বাজেটের নেতিবাচক প্রভাব বড় আকারে দেখা দিয়েছে। দিনের শুরুতে যদিও নেতিবাচক প্রভাব খুব একটা মারাত্মক ছিল না; কিন্তু সময় যতই গড়াচ্ছিল, নেতিবাচক প্রভাব ততটাই জোরদার হচ্ছিল। দিনশেষে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আরও বড় হতাশায় ফেলে প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ রোববার (০৯ জুন) ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ১৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকার। আজ লেনদেন কমেছে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা।

আরও পড়ুন: লুজারের শীর্ষে এস্কয়ার নিট কম্পোজিট

আজ ডিএসইতে ৩৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএই) আজ লেনদেন হয়েছে ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

এদিন সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের।

আগের দিন লেনদেন হয়েছিল ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। এরমধ্যে দর বেড়েছিল ৬৮টির, কমেছিল ১০৩টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

ঢাকা/এসএইচ