১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুলাই ২০২৪
২০২৪-২৫ অর্থবছর

বাজেটে দুই বছরের জন্য একই হার থাকছে আয়কর

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪
  • / ১০৪২৬ বার দেখা হয়েছে

আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো পরপর দুই অর্থবছরের জন্য একই করহার থাকছে। আগামী ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি ও কোম্পানির একই হারে কর প্রস্তাব করা হচ্ছে। কর ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা সৃষ্টি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, পরপর দুই বছর একই করহার থাকলে করদাতাদের যথাযথ পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে নতুন বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকছে। তবে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি, যাদের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়া হয়েছে, তাদের করহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ২২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে নগদ লেনদেন কমানোর শর্ত পরিপালন করলে করহার ২০ শতাংশ হবে। শেয়ারবাজারের বাইরে থাকা কোম্পানির করহার রয়েছে সাড়ে ২৭ শতাংশ। শর্ত পরিপালন করতে পারলে তাদের করহার হবে ২৫ শতাংশ।

এদিকে আগামী ২০২৪-২৫ অর্থবছরে সমবায় সমিতির করহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন: ২০২৪-২৫ স্মার্ট বাজেটে যা যা থাকছে

আজ বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদীয় কার্যক্রমের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করার পরপরই মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে খুন হন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে তাঁর জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

x

২০২৪-২৫ অর্থবছর

বাজেটে দুই বছরের জন্য একই হার থাকছে আয়কর

আপডেট: ০৩:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪

আগামী ২০২৪-২৫ অর্থবছরে প্রথমবারের মতো পরপর দুই অর্থবছরের জন্য একই করহার থাকছে। আগামী ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ করবর্ষের জন্য ব্যক্তি ও কোম্পানির একই হারে কর প্রস্তাব করা হচ্ছে। কর ব্যবস্থার প্রতি করদাতাদের আস্থা সৃষ্টি এবং বিনিয়োগ উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার মনে করছে, পরপর দুই বছর একই করহার থাকলে করদাতাদের যথাযথ পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে নতুন বাজেটে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা অপরিবর্তিত থাকছে। তবে সর্বোচ্চ করহার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। অন্যদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি, যাদের ১০ শতাংশের বেশি শেয়ার আইপিওর মাধ্যমে ছাড়া হয়েছে, তাদের করহার ২০ শতাংশ থেকে বাড়িয়ে সাড়ে ২২ শতাংশ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। তবে নগদ লেনদেন কমানোর শর্ত পরিপালন করলে করহার ২০ শতাংশ হবে। শেয়ারবাজারের বাইরে থাকা কোম্পানির করহার রয়েছে সাড়ে ২৭ শতাংশ। শর্ত পরিপালন করতে পারলে তাদের করহার হবে ২৫ শতাংশ।

এদিকে আগামী ২০২৪-২৫ অর্থবছরে সমবায় সমিতির করহার ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হচ্ছে।

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আরও পড়ুন: ২০২৪-২৫ স্মার্ট বাজেটে যা যা থাকছে

আজ বিকেল ৫টায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। আগামী ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সংসদীয় কার্যক্রমের রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিনের বৈঠকে শোক প্রস্তাব গ্রহণ করার পরপরই মুলতবি করা হয়। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার সম্প্রতি কলকাতায় গিয়ে খুন হন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হওয়ায় আজকের বৈঠকে তাঁর জন্য শোক প্রস্তাব নেওয়া হচ্ছে না বলে জানা গেছে।

ঢাকা/এসএইচ