০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাজেট ঘোষণার দিনে বেড়েছে সূচক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / ৪১৬৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার (৩ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতের প্রায় সব শেয়ারের দাম বেড়েছে।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন বিমা খাতের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, অপরিবর্তিত রয়েছে ১টি প্রতিষ্ঠানের। একইভাবে বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪টির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে মোট ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ২ হাজার ১৭৮ কোটি ৫৫ লাখ ১২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮১ কোটি ২ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের। ক্রমান্বয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস, এবি ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

x
English Version

বাজেট ঘোষণার দিনে বেড়েছে সূচক

আপডেট: ০৩:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার দিন বৃহস্পতিবার (৩ জুন) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন বিমা, ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতের প্রায় সব শেয়ারের দাম বেড়েছে।

তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৩৪ পয়েন্ট। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৯২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। তবে কমেছে লেনদেনের পরিমাণ।

এদিন বিমা খাতের ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৯টির, অপরিবর্তিত রয়েছে ১টি প্রতিষ্ঠানের। একইভাবে বস্ত্র খাতের ৫৬টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৪টির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার বাজারে মোট ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টির।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আগের দিনের তুলনায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে হাজার ২০৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ২ হাজার ১৭৮ কোটি ৫৫ লাখ ১২ হাজার টাকার লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৮১ কোটি ২ লাখ ৬৬ হাজার টাকার লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এরপর বেশি লেনদেন হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারের। ক্রমান্বয়ে রয়েছে এনআরবিসি ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস, এবি ব্যাংক, সন্ধানী ইন্স্যুরেন্স, নর্দান ইন্স্যুরেন্স, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৩৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫৯টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ারের দাম।

সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৬১ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা।

ঢাকা/এনইউ

আরও পড়ুন: