বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে ইউনিক হোটেলের বিদ্যুৎ কেন্দ্র

- আপডেট: ০১:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪
- / ১০৫৪৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারের তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতে প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির যৌথ উদ্যোগে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, নারায়ণগঞ্জের মেঘনাঘাটে অবস্থিত ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রাকৃতিক গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের বাণিজ্যিক অপারেশন তারিখ জানিয়ে গত ২০ জানুয়ারি চিঠি দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)।
আরও পড়ুন: বেক্সিমকো ফার্মার এমডি হলেন ইকবাল আহমেদ
এই বিষয়ে কোম্পানিটির সাথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী, বিপিডিবি কোম্পানিটি থেকে আগামী ২২ বছর বিদ্যুৎ ক্রয় করবে।
প্রসঙ্গত, ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ৩৭.২৪ শতাংশ শেয়ার ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসির হাতে রয়েছে।
ঢাকা/এসএ