বাণিজ্য ঘাটতি কমেছে ৮৬০ কোটি ডলার

- আপডেট: ০৬:৪১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১০৪০৬ বার দেখা হয়েছে
চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ হাজার ২৪৩ কোটি ডলার। সেই হিসেবে আট মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে ৮৬০ কোটি ডলার। যদিও নতুন ঋণ কমে যাওয়া এবং আগের ঋণ পরিশোধের চাপ বৃদ্ধিসহ নানা কারণে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি বেড়ে তিনগুণ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈদেশিক লেনদেনের চলতি অর্থবছরের ভারসাম্যের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আমদানিতে ব্যয় হয়েছে ৪ হাজার ৮৭৯ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় যা ১০ দশমিক ২৭ শতাংশ কম। আর রপ্তানি ৯ দশমিক ৪৬ শতাংশ বেড়ে ৩ হাজার ৪৯৭ কোটি ডলার হয়েছে। অন্যদিকে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৪০১ কোটি ডলার, যা ৪ দশমিক ২৭ শতাংশ বেশি।
চলতি হিসাবের ঘাটতি কমে ৪৩৯ কোটি ডলারে নেমেছে। আগের বছরের একই সময়ে যেখানে ঘাটতি ছিল ১ হাজার ২৯৬ কোটি ডলার। তবে আর্থিক হিসাবে বড় অঙ্কের উদ্বৃত্ত থেকে ঘাটতি হয়েছে। ফেব্রুয়ারি পর্যন্ত আর্থিক হিসাবে ১৫৪ কোটি ডলার ঘাটতি হয়েছে।
আরও পড়ুন: আসছে ৭ লাখ ৬০ হাজার কোটি টাকার বাজেট
আগের অর্থবছরের একই সময়ে যেখানে উদ্বৃত্ত ছিল ১ হাজার ১৯১ কোটি ডলার। এ সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ ১৯ দশমিক ৩৩ শতাংশ কমে ৪৬৩ কোটি ডলারে নেমেছে। স্বল্পমেয়াদি ও বাণিজ্য ঋণও কমেছে অনেক। সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি তৈরি হয়েছে ৭৯৫ কোটি ডলার। আগের বছরের একই সময়ে যা মাত্র ২২২ কোটি ডলার ছিল।
ঢাকা/টিএ