বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

- আপডেট: ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১০৩৮৪ বার দেখা হয়েছে
বায়ুদূষণ ঢাকার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসছে না। গত কয়েক সপ্তাহ ধরে এ জন্য শিরোনাম হচ্ছে বাংলাদেশের রাজধানী। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সে দেখা যায়, ১৯৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে ঢাকা শীর্ষে রয়েছে। বায়ুর এই মান অস্বাস্থ্যকর।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে তালিকায় দ্বিতীয় অবস্থানে দেখা যায় চীনের বেইজিংকে। শহরটির স্কোর ১৮৯। ১৮৭ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে মঙ্গলিয়ার উলানবাটোর। তাছাড়া চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক ও চীনের উহান। তাদের স্কোর ১৮৩ করে।
বায়ু বিশেষজ্ঞরা মতে, স্কোর ১০১-২০০-এর মধ্যে থাকলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত করা হয়। শূন্য থেকে ৫০ পর্যন্ত ‘ভালো’। ৫১-১০০ ‘মোটামুটি’, ১০১-১৫০ পর্যন্ত ‘সতর্কতামূলক’, ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়। আর ৩০১-এর বেশি স্কোরকে বলা হয় ‘বিপজ্জনক’ বা দুর্যোগপূর্ণ।
আরও পড়ুন: তুরস্কের ভূমিকম্পে নিহত বেড়ে ১১৮
বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
ঢাকা/এসএম