০৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / ১০৩৪১ বার দেখা হয়েছে

মুন্সিগঞ্জের নিমতলায় এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০) ও অ্যাম্বুলেন্স চালক মো. মাহবুব হোসেন (৪০)। নিহত আরেক নরীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে সামাদ ফকির ও আফসানা আক্তার বাবা-মেয়ে। সামাদ ফকির মাদারীপুরের ধূপখালী গ্রামের বাসিন্দা ছিলেন। আজ বৃহস্পতিবারের (৮ মে) এই দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহতও হয়েছেন ছয়জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসূতি নারীর আত্মীয় স্বর্ণা আক্তার বলেন, আমরা মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারীকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আসছিলাম। পথে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এসময় অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন।

এসময় দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন মারা যান। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে: সারজিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় নিহত আরেক নারীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

ঢাকা/টিএ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বাসচাপায় প্রাণ গেলো ৫ জনের

আপডেট: ০৭:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

মুন্সিগঞ্জের নিমতলায় এক্সপ্রেসওয়েতে বাসের চাপায় অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, আফসানা আক্তার (২০), মো. বিল্লাল হোসেন (৪০), সামাদ ফকির (৫০) ও অ্যাম্বুলেন্স চালক মো. মাহবুব হোসেন (৪০)। নিহত আরেক নরীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে সামাদ ফকির ও আফসানা আক্তার বাবা-মেয়ে। সামাদ ফকির মাদারীপুরের ধূপখালী গ্রামের বাসিন্দা ছিলেন। আজ বৃহস্পতিবারের (৮ মে) এই দুর্ঘটনায় নিহতের পাশাপাশি আহতও হয়েছেন ছয়জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রসূতি নারীর আত্মীয় স্বর্ণা আক্তার বলেন, আমরা মাদারীপুর থেকে অ্যাম্বুলেন্সে প্রসূতি নারীকে নিয়ে রাজধানীর একটি হাসপাতালে আসছিলাম। পথে এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যায়। এসময় অ্যাম্বুলেন্স থেকে আমাদের কিছু লোক নেমে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। কয়েকজন অ্যাম্বুলেন্সের ভেতরে ছিলেন।

এসময় দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্স চাপা দেয়। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ পাঁচজন মারা যান। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: আব্দুল হামিদকে পালাতে দেওয়া হয়েছে: সারজিস

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। এ ঘটনায় নিহত আরেক নারীর মরদেহ ঘটনাস্থলে রয়েছে বলে জানান তিনি।

ঢাকা/টিএ