০৯:০৮ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪

বাসের ধাক্কায় খাদে লেগুনা, চার নিহত

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
  • / ৪১৮৭ বার দেখা হয়েছে

মানিকগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মানরা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে লেগুনাচালক জাহিদ মিয়া (৪০), সদর উপজেলার বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) এবং একই উপজেলার পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি ৭/৮ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল। পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ১৩ মৃত্যু

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x
English Version

বাসের ধাক্কায় খাদে লেগুনা, চার নিহত

আপডেট: ১২:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জে অজ্ঞাত বাসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সদর উপজেলার মানরা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। এরা হলেন- সদর উপজেলার বাটবাউর গ্রামের মোতালেব মিয়ার ছেলে লেগুনাচালক জাহিদ মিয়া (৪০), সদর উপজেলার বাকজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হোসনে আরা (৪০) এবং একই উপজেলার পাতরাইল গ্রামের মহাদেব সাহা (৫২)।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, সকালে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে লেগুনাটি ৭/৮ জন যাত্রী নিয়ে মানিকগঞ্জের দিকে আসছিল। পেছন থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে লেগুনাটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে ১৩ মৃত্যু

মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাসেল বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে মোছা মিয়া নামে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নাসির নামে একজন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

ঢাকা/এসএম