বিএনপির ঘরে বিচ্ছেদের সানাই বাজেঃ ওবায়দুল কাদের

- আপডেট: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ১০৩৪৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদকঃ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজের ঘরে এখন বিচ্ছেদের সানাই বাজে। একে একে নেতারা ঘর ছেড়ে চলে যাচ্ছেন।
২০ দলীয় জোটে দেখা দিয়েছে ভাঙনের বিষাদ সুর।
সোমবার (১১ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর সূচনা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ইউনিট সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিএনপির আন্দোলনের ডাকের সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, আজকে বিএনপি আন্দোলনের ডাক দিচ্ছে। মির্জা ফখরুল প্রতিদিন ঘুম থেকে উঠেই আন্দোলনের ডাক দেন। তারা আমাদের চেয়ে ৬ ঘণ্টা পিছিয়ে আছে। কারণ আমাদের নেত্রী ভোর ৫টায় ঘুম থেকে উঠে। আর বিএনপির কাউকে দুপুর ১২টার আগে খুঁজে পাওয়া যায় না। তাদের বিবৃতি আসে গভীর রাতে। অন্ধকারে কাজ করতে এদের ভালো লাগে। কাজেই বিএনপি যতোই সমালোচনা করুক, আমরা কাজ করে যাবো।
নির্বাচন এখন কতিপয় জটিল অসুখে আক্রান্ত, তাকে বাঁচাতে মেডিকেল বোর্ড গঠন করতে হবে- নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি (মাহবুব তালুকদার) একটি রাজনৈতিক দলের হয়ে বক্তব্য দিচ্ছেন। তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। ওবায়দুল কাদের বলেন, অবাক লাগে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কমিশনার মাহবুব তালুকদার একটি দলের হয়ে যেভাবে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাতে মনে হয় ইসি নয়, তিনি নিজেই জটিল ও কঠিন মানসিক রোগে আক্রান্ত। বর্তমান ইসির মূল সমস্যাই হচ্ছেন তিনি নিজেই।
ঢাকা/এমটি