বিএনপির সমাবেশের পর স্বাভাবিক হচ্ছে বাস চলাচল

- আপডেট: ০৬:৫৮:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১০৩৯৩ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশ উপলক্ষে সকাল থেকেই গণপরিবহন কম ছিল ঢাকার রাস্তায়। তবে সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
যাত্রীরা জানান, সায়েদাবাদে গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মালিকেরা অঘোষিতভাবে বাস চলাচল বন্ধ করেছিল। পাশাপাশি পুলিশের ব্যাপক তল্লাশির কারণেও বাস চলাচল কম ছিল বলে জানিয়েছেন মালিক সমিতির নেতারা। তবে শেষ বিকাল থেকে বাসের দেখা মিলছে সড়কে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজধানীর শাহবাগ, নিউ মার্কেট, কাওরান বাজার, মহাখালী, বাড্ডা ও উত্তরা এলাকায় কিছুক্ষণ পর পর বাসের দেখা মিলছে। তারা আরও জানিয়েছেন, রাস্তার দুই পাশে ব্যাপক সংখ্যক যাত্রী নিজ নিজ গন্তব্যে পৌঁছার জন্য বাসের অপেক্ষা করছে।
আরও পড়ুন: বিএনপির এমপিদের পদত্যাগে সরকারের কিছু যায় আসে না: হানিফ
কাওরান বাজারে বাসের জন্য অপেক্ষারত শাকিল আহমেদ নামের বেসরকারি চাকরিজীবী বলেন, খবর পেয়েছি সন্ধ্যার পর বাস চলাচল করবে। তাই বাসের অপেক্ষা করছি। কিছু বাস আসছে। তবে জায়গা যাচ্ছে না।
ঢাকা/এসএ