বিএমএসএল ন্যাশনাল হাউজিং ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

- আপডেট: ০৪:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১০৫৫৩ বার দেখা হয়েছে
বে-মেয়াদি বিএমএসএল ন্যাশনাল হাউজিং ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিএসইসির ৮৬২তম কমিশন সভায় কোম্পানিটির এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যাক্তা National Housing Finance and Investmen ts Limited ২.৫ কোটি টাকা প্রদান করেছে।
আরও পড়ুন: ব্লকে লেনদেনের ৬৯ শতাংশই তিন কোম্পানির
এবং বাকি ২২.৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মক্ত থাকবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো BMSL Asset Management Company Limited।
ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড” এবং ‘ব্রাক ব্যাংক লিমিটেড’।
ঢাকা/এসএ