বিএসই’র বিনিয়োগকারীরা হারিয়েছে ২৫ লাখ কোটি টাকা

- আপডেট: ০৬:০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৫৯২ বার দেখা হয়েছে
ভারতের পুঁজিবাজারে টানা ৮ কার্যদিবস পতন হয়েছে। এতে দেশটির পুঁজিবাজারের বিনিয়োগকারীরা হারিয়েছে ২৫ লাখ কোটি টাকার বেশি। জানা গেছে, আগের ৭ কার্যদিবসের ন্যায় শুক্রবারও ভারতের পুঁজিবাজারে পতন হয়। ওইদিন বুম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ২০০ পয়েন্ট কমেছে। এর মাধ্যমে সূচকটি ৭৬ হাজারের নীচে বা ৭৫,৯৩৯ পয়েন্টে নেমে এসেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
গত ৮ কার্যদিবসের পতনে বিএসই’র বিনিয়োগকারীরা হারিয়েছেন ২৫ লাখ ৩১ হাজার কোটি টাকা। বিশ্ব বাণিজ্য নিয়ে চিন্তা এবং বিদেশি বিনিয়োগকারীদের পুঁজি প্রত্যাহার সূচকের পতনের অন্যতম কারণ হলেও, সংশ্লিষ্ট মহলের মতে ভারত-আমেরিকা বৈঠকে ইতিবাচক কিছু দিক রয়েছে। আগামী দিনে সেদিকে নজর থাকবে বাজারের।
আরও পড়ুন: ব্লক মার্কেটে পাঁচ কোম্পানির বড় লেনদেন
ভারতের পুঁজিবাজার বিশেষজ্ঞ কমল পারেখ বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীরা চলতি সপ্তাহে ভারতের বাজার থেকে তুলে নিয়েছে ২১ হাজার ৪ কোটি ২৩ লাখ টাকা। যা সূচকের পতনের প্রধান কারণ।’
বিশেষজ্ঞ আশিস নন্দীর কথায়, ‘আমেরিকার শুল্ক নীতির পাশাপাশি কোম্পানিগুলির ফল আশানুরূপ না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বাজারে।’
ঢাকা/টিএ