বিএসইসির পরিচালক মোহতাছিন বিল্লাহ গ্রেফতার

- আপডেট: ১১:০৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১০৫২৫ বার দেখা হয়েছে
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। বিএসইসির কমিশনারদের সঙ্গে অশোভন আচরণ ও অরাজকতা সৃষ্টির অভিযোগে শুক্রবার (১৪ মার্চ) তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে ভোরে পটুয়াখালীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শেরেবাংলানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
শেরেবাংলানগর থানার ওসি জানান, অভিযুক্তদের ধরতে প্রতিদিন অভিযান চলছে এবং এর অংশ হিসেবে মোহতাছিন বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
এ মামলার সূত্রপাত হয় গত ৬ মার্চ, যখন বিএসইসি চেয়ারম্যানের গানম্যান মো. আশিকুর রহমান শেরেবাংলানগর থানায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে একটি নির্ধারিত সভা চলাকালে অভিযুক্তরা জোরপূর্বক সভাকক্ষে প্রবেশ করে এবং কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে। তারা মূল ফটকে তালা লাগিয়ে দেন, সিসি ক্যামেরা ও ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করেন এবং লিফট ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ভীতিকর পরিস্থিতি তৈরি করেন।
মামলায় অভিযুক্ত ১৬ জনের মধ্যে রয়েছেন বিএসইসির সাবেক নির্বাহী পরিচালক সাইফুর রহমান, বর্তমান নির্বাহী পরিচালক মাহবুবুল আলম ও রেজাউল করিম, পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাহ, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম, যুগ্মপরিচালক রাশেদুল ইসলাম, উপপরিচালক বনী ইয়ামিন, আল ইসলাম, শহিদুল ইসলাম ও তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবীর, সাজ্জাদ হোসেন ও আব্দুল বাতেন, লাইব্রেরিয়ান মো. সেলিম রেজা বাপ্পী এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ।
আরও পড়ুন: ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৬ হাজার কোটি টাকা
প্রথমে মামলার তদন্তের দায়িত্বে থাকা শেরেবাংলানগর থানার ওসি গোলাম আজম জানিয়েছিলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন এবং এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তিন দিন পরও কোনো আসামিকে গ্রেফতার করতে না পারায় তাকে সরিয়ে দিয়ে নতুন ওসি হিসেবে দায়িত্ব পান আব্দুল কাইয়ুম, যিনি যোগদান করেই মোহতাছিন বিল্লাহকে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা/এসএইচ