০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুলাই ২০২৪

বিএসইসির সহকারী পরিচালকের লাশ উদ্ধার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • / ১০২৪৮ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের লাশ পান্থপথে নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

আজ সোমবার (৩০ মে) সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, নিহত মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

নিহত মেহেদী হাসানের সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মেহেদীর মানসিক অবস্থা ভালো ছিল না।

জানা গেছে, পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় ওঠেন। এখানে ব্যাচেলরের মতো একাই থাকতেন তিনি। মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা আছে, ঘুম কম হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঢাকা/টিএ

শেয়ার করুন

x

বিএসইসির সহকারী পরিচালকের লাশ উদ্ধার

আপডেট: ১২:৪৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক মেহেদী হাসানের লাশ পান্থপথে নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে তারা।

আজ সোমবার (৩০ মে) সকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, নিহত মেহেদী হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। থাকতেন বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে। তাঁর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।

নিহত মেহেদী হাসানের সহকর্মীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই মেহেদীর মানসিক অবস্থা ভালো ছিল না।

জানা গেছে, পান্থপথের বাসায় গত আড়াই মাস হলো তিনি ভাড়ায় ওঠেন। এখানে ব্যাচেলরের মতো একাই থাকতেন তিনি। মারা যাওয়ার আগে তিনি একটি চিরকুট লিখে গেছেন। সেখানে লেখা আছে, ঘুম কম হওয়ার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। 

ওসি উৎপল বড়ুয়া বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ঢাকা/টিএ