১১:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪

বিএসইসি ও স্টার্টআপ বাংলাদেশের যৌথ উদ্যোগে ফোকাস গ্রুপ আলাচনা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৪১৭৩ বার দেখা হয়েছে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে ‘Bringing Bangladeshi Technology Startups to the Public Market’ শীর্ষক ফোকাস গ্রুপ আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি’র মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উক্ত আলোচনা সভায় বাংলাদেশের পুঁজিবাজারে দেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে তালিকাভুক্তিকরণের মাধ্যমে অর্থায়নের উপায়, সুযোগ ও সম্ভাবনা, প্রক্রিয়াসহ নানাদিক নিয়ে আলোচনা হয়।

উক্ত আলোচনা সভার শুরুতে ‘Bringing Bangladeshi Technology Startups to the Public Market’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের সদস্য জনাব আরিফ খান।

তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ কোম্পানি এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ সম্পর্কে ধারণা দেন। এছাড়াও দেশে স্টার্টআপ কোম্পানির বিদ্যমান অবস্থান ও অর্থায়নের বিষয়টি নিয়ে সরকারি উদ্যোগ এর কথা তুলে ধরেন তিনি। বিগত দশকে দেশে স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠা এবং তাদের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নসহ অর্থনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করেন তিনি।

তিনি দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের আনয়নের সুযোগের কথা উল্লেখ করেন। তিনি আগামীতে দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সুযোগ বাড়তে ভালো ইকোসিস্টেম তৈরি করার প্রত্যাশা জানান।

আরও পড়ুন: এশিয়াটিক ল্যাবরেটরিজ ও শাহজালাল ইক্যুইটিকে বিশাল অঙ্কের জরিমানা

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি দেশে টেকনোলজিসহ সবধরণের স্টার্টআপ কোম্পানির জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করে এবং তাদের উদ্যোগগুলোকে বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরির কথা বলেন।

তিনি স্টার্টআপ কোম্পানির মাধ্যমে ব্যবসার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং সুশাসন বিষয়েও সকলকে অবহিত থাকতে বলেন। তিনি স্টার্টআপ কোম্পানি ও সংশ্লিষ্টদের গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আলোচিত পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানিগুলোকে আনার ক্ষেত্রে বিদ্যমান সিকিউরিটিজ আইন ও বিধির ক্ষেত্রে অব্যাহতি প্রয়োজন বলে উপস্থিত অনেকের মতামত প্রসঙ্গে তিনি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে বলে জানান।

তিনি বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে নিয়ে স্মার্ট পোর্টাল তৈরি করার জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে অনুরোধ করেন যেখান থেকে স্টার্টআপ কোম্পানিগুলো সম্পর্কে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরো ভালো ধারণা পেতে সক্ষম হবেন। এছাড়াও তিনি স্টার্টআপ ইনোভেশন মেলার আয়োজন করতে বলেন যেখানে দেশের উদ্যোক্তাদের আইডিয়াসমূহ প্রকাশ এবং অর্থায়নের সুযোগ করে দেয়া সম্ভব হবে। দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য বিএসইসি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি বেসরকারি পর্যায়ের অংশীজনদের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নিবেন বলে জানান তিনি। তিনি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সবধরণের সহায়তার আশ্বাস দেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমেদ বাংলাদেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে সুযোগ দেয়ার এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে জানান এবং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য দেশে ব্যবসার সহায়ক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজিত ফোকাস গ্রুপ আলাচনায় দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ কোম্পানিগুলো, ভেঞ্চার ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট ফার্মসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশে পুঁজিবাজারের মাধ্যমে স্টার্টআপ কোম্পানিগুলোর অর্থায়ন এবং সেক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিএসইসি ও স্টার্টআপ বাংলাদেশের যৌথ উদ্যোগে ফোকাস গ্রুপ আলাচনা

আপডেট: ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে ‘Bringing Bangladeshi Technology Startups to the Public Market’ শীর্ষক ফোকাস গ্রুপ আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওস্থ বিএসইসি’র মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভাটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

উক্ত আলোচনা সভায় বাংলাদেশের পুঁজিবাজারে দেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে তালিকাভুক্তিকরণের মাধ্যমে অর্থায়নের উপায়, সুযোগ ও সম্ভাবনা, প্রক্রিয়াসহ নানাদিক নিয়ে আলোচনা হয়।

উক্ত আলোচনা সভার শুরুতে ‘Bringing Bangladeshi Technology Startups to the Public Market’ শীর্ষক প্রেজেন্টেশন প্রদান করেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এর পরিচালনা পর্ষদের সদস্য জনাব আরিফ খান।

তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে স্টার্টআপ কোম্পানি এবং উদ্যোক্তাদের জন্য ব্যবসার পরিবেশ সম্পর্কে ধারণা দেন। এছাড়াও দেশে স্টার্টআপ কোম্পানির বিদ্যমান অবস্থান ও অর্থায়নের বিষয়টি নিয়ে সরকারি উদ্যোগ এর কথা তুলে ধরেন তিনি। বিগত দশকে দেশে স্টার্টআপ কোম্পানির প্রতিষ্ঠা এবং তাদের মাধ্যমে সৃষ্ট কর্মসংস্থান, দক্ষতা উন্নয়নসহ অর্থনৈতিক প্রভাবের বিষয়ে আলোচনা করেন তিনি।

তিনি দেশের স্টার্টআপ কোম্পানিগুলোর মাধ্যমে বৈদেশিক বিনিয়োগের আনয়নের সুযোগের কথা উল্লেখ করেন। তিনি আগামীতে দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য সুযোগ বাড়তে ভালো ইকোসিস্টেম তৈরি করার প্রত্যাশা জানান।

আরও পড়ুন: এশিয়াটিক ল্যাবরেটরিজ ও শাহজালাল ইক্যুইটিকে বিশাল অঙ্কের জরিমানা

আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। তিনি দেশে টেকনোলজিসহ সবধরণের স্টার্টআপ কোম্পানির জন্য ব্যবসার পরিবেশ সৃষ্টি করে এবং তাদের উদ্যোগগুলোকে বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থানের তৈরির কথা বলেন।

তিনি স্টার্টআপ কোম্পানির মাধ্যমে ব্যবসার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং সুশাসন বিষয়েও সকলকে অবহিত থাকতে বলেন। তিনি স্টার্টআপ কোম্পানি ও সংশ্লিষ্টদের গ্রহণযোগ্যতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিতের উপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আলোচিত পুঁজিবাজারে স্টার্টআপ কোম্পানিগুলোকে আনার ক্ষেত্রে বিদ্যমান সিকিউরিটিজ আইন ও বিধির ক্ষেত্রে অব্যাহতি প্রয়োজন বলে উপস্থিত অনেকের মতামত প্রসঙ্গে তিনি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বিধিমালা প্রণয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ নিবে বলে জানান।

তিনি বাংলাদেশের স্টার্টআপ কোম্পানিগুলোকে নিয়ে স্মার্ট পোর্টাল তৈরি করার জন্য স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডকে অনুরোধ করেন যেখান থেকে স্টার্টআপ কোম্পানিগুলো সম্পর্কে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরো ভালো ধারণা পেতে সক্ষম হবেন। এছাড়াও তিনি স্টার্টআপ ইনোভেশন মেলার আয়োজন করতে বলেন যেখানে দেশের উদ্যোক্তাদের আইডিয়াসমূহ প্রকাশ এবং অর্থায়নের সুযোগ করে দেয়া সম্ভব হবে। দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার জন্য বিএসইসি, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি বেসরকারি পর্যায়ের অংশীজনদের প্রতিনিধির সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নিবেন বলে জানান তিনি। তিনি দেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সবধরণের সহায়তার আশ্বাস দেন।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সামি আহমেদ বাংলাদেশে স্টার্টআপ কোম্পানিগুলোকে সুযোগ দেয়ার এবং তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এখনই সবচেয়ে উপযুক্ত সময় বলে জানান এবং স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য দেশে ব্যবসার সহায়ক পরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজিত ফোকাস গ্রুপ আলাচনায় দেশের শীর্ষস্থানীয় স্টার্টআপ কোম্পানিগুলো, ভেঞ্চার ক্যাপিটাল ও ইনভেস্টমেন্ট ফার্মসমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশে পুঁজিবাজারের মাধ্যমে স্টার্টআপ কোম্পানিগুলোর অর্থায়ন এবং সেক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান নিয়ে ফলপ্রসু আলোচনা হয়।

ঢাকা/এসএ