বিকালে আসছে তিন কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

- আপডেট: ১০:৪৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
- / ১০৭১১ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির বোর্ড সভা আজ বুধবার (২৮ মার্চ) অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিগলো ভিন্ন ভিন্ন সময়ের ইপিএস ও ডিভিডেন্ড প্রকাশ করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামী ব্যাংক, রিং শাইন টেক্সটাইল ও ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আইসিবি ইসলামী ব্যাংক: কোম্পানিটির বোর্ড দুপুর আড়াই টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
রিং শাইন টেক্সটাইল: কোম্পানিটির বোর্ড দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন ২০২১, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের নিরীক্ষিত এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে স্ট্যান্ডার্ড সিরামিকস
ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটির বোর্ড দুপুর ২ টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২২ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ঢাকা/এসএ