০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

বিকালে এমডি পদে সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ৪৬২৮ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিজ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য ভারপ্রাপ্ত এমডিসহ সাতজনের জীবন বৃত্তান্ত ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটির কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডিএসইর এমডি হতে ১৮ জন আবেদন করেছেন। এর মধ্য হতে ৭ জনকে বাছাই করা হয়েছে। বাছাই করা ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন এবং মাহবুবুর রহমান। এ সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর তথ্য মতে, প্রতিষ্ঠানটির ৫ সদস্য বিশিষ্ট নমিনেশন ও রিমুনেরেশন কমিটি সাত ব্যক্তিকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে আজ সোমবার (১৯ডিসেম্বর) বিকেল ৩টায়। সবার সাক্ষাৎকার ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নমিনেশন ও রিমুনেরেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মাসুদুর রহমানকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তিন পরিচালক ও ডিএসইর ভারপ্রাপ্ত এমডিকে।

সদস্যরা হলেন, স্বতন্ত্র পরিচালক সালমা নাসরিন, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার।

এদিকে এমডি নিয়োগের ক্ষেত্রে আরও সময় প্রয়োজন বলে মনে করে ডিএসই। তাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে সময় চেয়ে আবেদন করেছে ডিএসই।

আবেদনে বলা হয়, ডিএসইর এমডি নিয়োগের বিষয়ে বিএসইসির দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন এমডি তারিক আমিন ভুঁইয়া পদত্যাগের কারণে চলতি বছরের ৯ সেপ্টেম্বর পদটি শূন্য হয়েছে। ডিএসই এমডি পদে নিয়োগ প্রক্রিয়া গত ৬ অক্টোবর শুরু করে এবং একই দিনে একটি জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এরপর ৭ ও ১১ অক্টোবর আরও কিছু জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

অথচ ডিএসইর পক্ষ থেকে বিএসইসির কাছে বোর্ডের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ ডিসেম্বর।‌ কিন্তু এ পদের জন্য আবেদনকৃত প্রার্থীদের মূল্যায়নের জন্য যাচাই বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তাই বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে মনে করে ডিএসই।

এ পরিস্থিতিতে ডিএসইর এমডি নিয়োগের ক্ষেত্রে বিএসইসির কাছে পরিচালনা পর্ষদের সুপারিশ জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: সর্বোচ্চ দরে মিলছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার

নিয়ম অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো, প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীর সুপারিশ করবে। সর্বশেষ, বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন করবে। প্রবিধানে বলা আছে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

প্রসঙ্গত, এমডি নিয়োগে ডিএসইর তৎপরতা দেখা গেলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো অগ্রগতি নেই। প্রতিষ্ঠানটিতে ২০২১ সালে ১৯ সেপ্টেম্বরের পর থেকে এমডি নেই। তাই ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে কার্যক্রম।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিকালে এমডি পদে সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসই

আপডেট: ১১:৩৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিজ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য ভারপ্রাপ্ত এমডিসহ সাতজনের জীবন বৃত্তান্ত ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটির কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডিএসইর এমডি হতে ১৮ জন আবেদন করেছেন। এর মধ্য হতে ৭ জনকে বাছাই করা হয়েছে। বাছাই করা ব্যক্তিরা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন এবং মাহবুবুর রহমান। এ সাতজনের সাক্ষাৎকার নেবে ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ডিএসইর তথ্য মতে, প্রতিষ্ঠানটির ৫ সদস্য বিশিষ্ট নমিনেশন ও রিমুনেরেশন কমিটি সাত ব্যক্তিকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে আজ সোমবার (১৯ডিসেম্বর) বিকেল ৩টায়। সবার সাক্ষাৎকার ডিএসইর নিকুঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

নমিনেশন ও রিমুনেরেশন কমিটির চেয়ারম্যান করা হয়েছে ডিএসইর স্বতন্ত্র পরিচালক অধ্যাপক মাসুদুর রহমানকে। এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে তিন পরিচালক ও ডিএসইর ভারপ্রাপ্ত এমডিকে।

সদস্যরা হলেন, স্বতন্ত্র পরিচালক সালমা নাসরিন, বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ, শেয়ারহোল্ডার পরিচালক মোহাম্মদ শাহজাহান এবং ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার।

এদিকে এমডি নিয়োগের ক্ষেত্রে আরও সময় প্রয়োজন বলে মনে করে ডিএসই। তাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে সময় চেয়ে আবেদন করেছে ডিএসই।

আবেদনে বলা হয়, ডিএসইর এমডি নিয়োগের বিষয়ে বিএসইসির দৃষ্টি আকর্ষণ করতে চাই। তৎকালীন এমডি তারিক আমিন ভুঁইয়া পদত্যাগের কারণে চলতি বছরের ৯ সেপ্টেম্বর পদটি শূন্য হয়েছে। ডিএসই এমডি পদে নিয়োগ প্রক্রিয়া গত ৬ অক্টোবর শুরু করে এবং একই দিনে একটি জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।

এরপর ৭ ও ১১ অক্টোবর আরও কিছু জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

অথচ ডিএসইর পক্ষ থেকে বিএসইসির কাছে বোর্ডের সুপারিশ জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ ডিসেম্বর।‌ কিন্তু এ পদের জন্য আবেদনকৃত প্রার্থীদের মূল্যায়নের জন্য যাচাই বাছাই এবং অন্যান্য আনুষ্ঠানিকতা প্রক্রিয়া চলছে এবং উপযুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তাই বাকি প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় লাগবে বলে মনে করে ডিএসই।

এ পরিস্থিতিতে ডিএসইর এমডি নিয়োগের ক্ষেত্রে বিএসইসির কাছে পরিচালনা পর্ষদের সুপারিশ জমা দেওয়ার সময় বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: সর্বোচ্চ দরে মিলছে না ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের শেয়ার

নিয়ম অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো, প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে। দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীর সুপারিশ করবে। সর্বশেষ, বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন করবে। প্রবিধানে বলা আছে, যদি পরিচালনা পর্ষদ এমডি বা সিইও নিয়োগে ব্যর্থ হয় তবে কমিশন একজনকে নিয়োগ করতে পারে।

প্রসঙ্গত, এমডি নিয়োগে ডিএসইর তৎপরতা দেখা গেলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোনো অগ্রগতি নেই। প্রতিষ্ঠানটিতে ২০২১ সালে ১৯ সেপ্টেম্বরের পর থেকে এমডি নেই। তাই ভারপ্রাপ্ত এমডি দিয়ে চলছে কার্যক্রম।

ঢাকা/এসএ