বিজনেস জার্নালের ফেসবুক পেইজ হ্যাকড: পাঠকদের জন্য জরুরি সতর্কবার্তা

- আপডেট: ০৪:২৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
- / ১০৪৪৩ বার দেখা হয়েছে
শেয়ারবাজার ও অর্থনীতির জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিজনেস জার্নাল-এর অফিসিয়াল ফেসবুক পেজটি (www.facebook.com/businessjournal.bd) সাইবার হামলার শিকার হয়েছে। গতকাল (২৭ মে ২০২৫) রাতে পেজটি হ্যাকারদের দখলে চলে যায় এবং এরপর থেকে আর পেইজটি বিজনেস জার্নাল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই।
বিজনেস জার্নালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পেজটির নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য তারা ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করছে।
পোর্টালের সম্পাদক হাসান কবির জনি বলেন, ‘আমাদের পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করছি। পেইজটি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে নেই। পেজটি পুনরুদ্ধারের চেষ্টা চলছে। যদি এরমধ্যে পেইজটিতে কোন অনভিপ্রেত বা সন্দেহজনক পোস্ট দেখতে পান তবে ওই পোস্টটিতে রিপোর্ট করার পাশাপাশি আমাদেরকে অবহিত করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইলো।’
পাঠকদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো যাচ্ছে-বিজনেস জার্নালের অফিসিয়াল ওয়েবসাইট (www.businessjournal24.com) থেকে সর্বশেষ সংবাদ অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।
- হ্যাক হওয়া পেইজে প্রকাশিত কোনো তথ্য বা লিংকে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- কেউ যদি সন্দেহজনক কোনো পোস্ট বা মেসেজ পান, তাহলে দয়া করে আমাদের অফিসিয়াল ফোন নম্বর ০১৭৪৫-৩৭৩৬৬৭ অথবা অফিসিয়াল ইমেইলে (businessjournal24@gmail.com) জানিয়ে সহায়তা করুন
এই সাইবার হামলা প্রমাণ করে, গণমাধ্যমের ডিজিটাল নিরাপত্তা কতোটা গুরুত্বপূর্ণ। বিজনেস জার্নাল কর্তৃপক্ষ এই ঘটনার পূর্ণ তদন্ত ও ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।
পাঠকদের সহযোগিতা ও সচেতনতা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ।
বিজনেস জার্নাল/এসএইচ