বিজয় দিবসে যান চলাচলে সিএমপির নির্দেশনা

- আপডেট: ০১:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ১০৩৯৭ বার দেখা হয়েছে
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর (শুক্রবার)। এ উপলক্ষে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে নগরীর কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগ।
সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন বৃহস্পতিবার এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা জারি করেছেন। নির্দেশনার মধ্যে রয়েছে– ১৬ ডিসেম্বর ভোর ৫টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট এবং নিউ মার্কেট থেকে আমতল সড়কে যান চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস (রাইফেল ক্লাব) হয়ে আমতল পর্যন্ত যানবাহনের একমুখী চলাচল বজায় থাকবে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা ডিসি হিল-বোস ব্রাদার্স (পুলিশ প্লাজা) হয়ে এসে রাইফেল ক্লাব এবং আমতল মোড়কে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন। পরে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্ক করবেন। এ ছাড়াও অন্যদিক থেকে আসা গাড়ি নিউমার্কেট ও তিনপুল মোড়কে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবে এবং রুট ম্যাপে প্রদর্শিত পার্কিং স্থানে গাড়ি পার্ক করতে হবে।
বিজ্ঞপ্তিতে ট্রাফিক বিভাগ আরও জানায়, অনুষ্ঠানস্থলে আসা গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তারা আমতল থেকে পায়ে হেঁটে স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবলী রোড হয়ে ফিরে যাবেন। অন্য ব্যক্তিরা স্ব-স্ব গাড়ির পার্কিং স্থলে গিয়ে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত সুবিধাজনক সড়ক ব্যবহার করবেন।
সিএমপির ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-কমিশনার বলেন, ‘মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান যাতে সুন্দর ও সুশৃঙ্খলভাবে হয় এ লক্ষ্যে কিছু সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
আরও পড়ুনঃটুইটারে ফিরে এলো ব্লু টিক, সঙ্গে গোল্ডেন ও গ্রে চেকমার্ক
ঢাকা/এসএম