০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

বিজয় সেথুপতিকে লাথি মারলে পুরস্কার!

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • / ৪১৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় সেথুপতিকে লাথি মারলে পুরস্কার দেওয়া হবে; এমন ঘোষণা দিয়েছে হিন্দু মক্কাল কাচি নামের একটি সংগঠন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দেশকে অপমান করেছেন।

বিজয়কে লাথি মারার বিনিময়ে ১০০১ রুপি পুরস্কারের প্রস্তাব দিয়েছে এই ধর্মীয় সংগঠন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হিন্দু মক্কাল কাচির কর্ণধার অর্জুন সামপাথ এমন প্রস্তাব রেখেছেন টুইটারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সংবাদমাধ্যমে অর্জুন বলেন, ‘হ্যাঁ, আমি এই প্রস্তাব রেখেছি। বিজয় সেতুপতির সম্পর্কে এই প্রস্তাব রাখার কারণও রয়েছে। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী দেইভাথিরু পসুম্পন মুথুরামালিঙ্গা থেভর আইয়া এবং দেশকে অপমান করেছেন।’

ওই সংগঠনের নেতা অর্জুন সামপাথ ঘোষণা করেছেন, যে ব্যক্তি বিজয় সেথুপতিকে লাথি মারবেন, তাকে ১ হাজার ১ রুপি পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বেঙ্গালুরু বিমানবন্দরে হামলার শিকার হন বিজয় সেথুপতি। হামলার ভিডিও পর্যন্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল।

জানা যায়, দেহরক্ষীদের সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিজয়। আচমকা পেছন থেকে এক ব্যক্তি ছুটে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। বিজয়কে তৎক্ষণাৎ অন্যত্র সরানো হয়। বিমানবন্দরের পুলিশকর্মীরা ছুটে এসে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করেন।

বিজয়ের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, হামলাকারী মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনার পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর খানিক পরে বিজয়কে নিয়ে তার সহকারীরা বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান।

ওই ঘটনা প্রসঙ্গে হিন্দু মক্কাল কাচি সংগঠনের প্রধান অর্জুন বলেন, ‘বেঙ্গালুরু বিমান বন্দরে যে ব্যক্তি ধাক্কা মেরেছিলেন, তার নাম মহা গাঁধী। আমি সরাসরি কথা বলেছি মহা গাঁধীর সঙ্গে। তার কাছ থেকে জানতে পারি যে, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বিজয়কে অভিনন্দন জানাতে গিয়েছিলেন মহা। সেই কথোপকথনে স্বাধীনতা সংগ্রামী মুথুরামালিঙ্গা এবং ভারতবর্ষকে নিয়ে ঠাট্টা মশকরা করেন বিজয়। বলেন, তিনি কেবল যিশু খ্রিষ্টকে ভগবান মানেন।’

উল্লেখ্য, বিজয় সেথুপতি মূলত তামিল সিনেমায় কাজ করেন। পাশাপাশি কিছু তেলেগু ও মালায়লাম সিনেমায় দেখা গেছে তাকে। ‘বিক্রম ভেদা’, ‘সুপার ডিলাক্স’, ‘মাস্টার’, ‘৯৬’এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

x

বিজয় সেথুপতিকে লাথি মারলে পুরস্কার!

আপডেট: ০২:৫৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

বিজনেস জার্নাল প্রতিবেদক: ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় সেথুপতিকে লাথি মারলে পুরস্কার দেওয়া হবে; এমন ঘোষণা দিয়েছে হিন্দু মক্কাল কাচি নামের একটি সংগঠন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি দেশকে অপমান করেছেন।

বিজয়কে লাথি মারার বিনিময়ে ১০০১ রুপি পুরস্কারের প্রস্তাব দিয়েছে এই ধর্মীয় সংগঠন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হিন্দু মক্কাল কাচির কর্ণধার অর্জুন সামপাথ এমন প্রস্তাব রেখেছেন টুইটারে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

সংবাদমাধ্যমে অর্জুন বলেন, ‘হ্যাঁ, আমি এই প্রস্তাব রেখেছি। বিজয় সেতুপতির সম্পর্কে এই প্রস্তাব রাখার কারণও রয়েছে। তিনি আমাদের স্বাধীনতা সংগ্রামী দেইভাথিরু পসুম্পন মুথুরামালিঙ্গা থেভর আইয়া এবং দেশকে অপমান করেছেন।’

ওই সংগঠনের নেতা অর্জুন সামপাথ ঘোষণা করেছেন, যে ব্যক্তি বিজয় সেথুপতিকে লাথি মারবেন, তাকে ১ হাজার ১ রুপি পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বেঙ্গালুরু বিমানবন্দরে হামলার শিকার হন বিজয় সেথুপতি। হামলার ভিডিও পর্যন্ত নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল।

জানা যায়, দেহরক্ষীদের সঙ্গে বেঙ্গালুরু বিমানবন্দরের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিজয়। আচমকা পেছন থেকে এক ব্যক্তি ছুটে এসে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। বিজয়কে তৎক্ষণাৎ অন্যত্র সরানো হয়। বিমানবন্দরের পুলিশকর্মীরা ছুটে এসে সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আটক করেন।

বিজয়ের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, হামলাকারী মত্ত অবস্থায় ছিলেন। এই ঘটনার পরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর খানিক পরে বিজয়কে নিয়ে তার সহকারীরা বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান।

ওই ঘটনা প্রসঙ্গে হিন্দু মক্কাল কাচি সংগঠনের প্রধান অর্জুন বলেন, ‘বেঙ্গালুরু বিমান বন্দরে যে ব্যক্তি ধাক্কা মেরেছিলেন, তার নাম মহা গাঁধী। আমি সরাসরি কথা বলেছি মহা গাঁধীর সঙ্গে। তার কাছ থেকে জানতে পারি যে, জাতীয় পুরস্কার পাওয়ার জন্য বিজয়কে অভিনন্দন জানাতে গিয়েছিলেন মহা। সেই কথোপকথনে স্বাধীনতা সংগ্রামী মুথুরামালিঙ্গা এবং ভারতবর্ষকে নিয়ে ঠাট্টা মশকরা করেন বিজয়। বলেন, তিনি কেবল যিশু খ্রিষ্টকে ভগবান মানেন।’

উল্লেখ্য, বিজয় সেথুপতি মূলত তামিল সিনেমায় কাজ করেন। পাশাপাশি কিছু তেলেগু ও মালায়লাম সিনেমায় দেখা গেছে তাকে। ‘বিক্রম ভেদা’, ‘সুপার ডিলাক্স’, ‘মাস্টার’, ‘৯৬’এর মতো দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

ঢাকা/এমটি