বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে

- আপডেট: ১২:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ১০৩৪৫ বার দেখা হয়েছে
বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৭ নভেম্বর থেকে ২১ নভেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তথ্যমতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৮৩ পয়েন্টে। সপ্তাহ শেষে তা ৯.৬৩ পয়েন্টে অবস্থান করছে। হিসেব অনুযায়ী, আলোচ্য সপ্তাহটিতে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.২ পয়েন্ট কমেছে।
সপ্তাহটিতে সিরামিক খাতে সার্বিক মূল্য আয় অনুপাত সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করেছে। এই খাতে ৮১.১৪ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস
এছাড়াও পাট খাতে ৭৯.০৭, ভ্রমণ ও অবকাশ খাতে ৬০.৪৫, ট্যানারি খাতে ৩৪.৮৯, আর্থিক খাতে ২৫.৮২, কাগজ ও প্রকাশনা খাতে ২৪.৮৭, আইটিতে ১৮.২৭, বিবিধ খাতে ১৬.৭৩, সিমেন্ট খাতে ১৪.২৮, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১৩.৯১, বীমা খাতে ১৩.৫৪, টেলিকমিউনিকেশনে ১২.৫১, ওষুধ ও রসায়ন খাতে ১১.২৫, টেক্সটাইল খাতে ১০.৯৯, প্রকৌশল খাতে ১০.৭, সেবা ও আবাসন খাতে ১০.১৩, ব্যাংক খাতে ৬.৩৪, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৫.২৩ এবং মিউচুয়াল ফান্ড খাতে পিই রেশিও ৩.১৮ পয়েন্টে অবস্থান করছে।
ঢাকা/এসএইচ