০১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে রাশিয়ায় নতুন আইন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / ১০৪০৭ বার দেখা হয়েছে

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। আগেও বিশেষ ও উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিরা রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। তবে সেই মেয়াদ একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর ছিল। এবার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অভিবাসীবান্ধব নতুন এই আইন কার্যকর করার লক্ষ্যে মস্কো গত বছর সংবিধান সংশোধন করে। পরে সে বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর আইন পাশ হলেও নতুন বছরের ৭ জানুয়ারি থেকে সেটি আইনে পরিণত হয়েছে।

এই আইন অনুসারে, কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তার স্বামী/স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি/নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো—তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে। এ ছাড়া, একই শর্তের অধীনে, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া।

আরও পড়ুন:  গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই: ফ্রান্স

নতুন আইন অনুসারে কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্য সেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। একইভাবে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।

ঢাকা/এসএইচ

ট্যাগঃ

শেয়ার করুন

বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে রাশিয়ায় নতুন আইন

আপডেট: ১২:০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪

উচ্চ দক্ষতাসম্পন্ন অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে নতুন আইন কার্যকর করেছে রাশিয়া। আগেও বিশেষ ও উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিরা রাশিয়ায় বসবাসের অনুমতি পেতেন। তবে সেই মেয়াদ একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যকর ছিল। এবার স্থায়ীভাবে বসবাসের অনুমতি দিতে নতুন আইন কার্যকর করেছে দেশটি। রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

অভিবাসীবান্ধব নতুন এই আইন কার্যকর করার লক্ষ্যে মস্কো গত বছর সংবিধান সংশোধন করে। পরে সে বছরের জুন-জুলাইয়ে দেশটির পার্লামেন্টে পাশ হওয়া বিলে সই করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে গত বছর আইন পাশ হলেও নতুন বছরের ৭ জানুয়ারি থেকে সেটি আইনে পরিণত হয়েছে।

এই আইন অনুসারে, কোনো দক্ষতাসম্পন্ন বা বিশেষজ্ঞ ব্যক্তি যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলেই তিনি স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। কেবল তাই নয়, যিনি আবেদন করবেন তার স্বামী/স্ত্রী, বাবা-মা, সন্তান, নাতি-নাতনি এমনকি দাদা-দাদি/নানা-নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তবে শর্ত হলো—তাদেরও আগে থেকেই রাশিয়ায় বসবাস করতে হবে। এ ছাড়া, একই শর্তের অধীনে, দত্তক সন্তান কিংবা পালক বাবা-মাকেও স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেবে রাশিয়া।

আরও পড়ুন:  গাজার ভবিষ্যত নির্ধারণের অধিকার ইসরাইলের নেই: ফ্রান্স

নতুন আইন অনুসারে কোনো ব্যক্তি যদি রাশিয়ার কোনো প্রতিষ্ঠান বা সংস্থায় বিশেষ করে উচ্চ শিক্ষা, স্বাস্থ্য সেবা কিংবা উচ্চপ্রযুক্তির কোনো প্রতিষ্ঠানে প্রতি মাসে ১ লাখ ৬৭ হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতাসম্পন্ন বলে বিবেচনা করা হবে। একইভাবে কোনো ব্যক্তি ৬০ থেকে ৮৫ হাজার রুবল বেতন পেলেও তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হবে।

ঢাকা/এসএইচ