০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১০৩৬৫ বার দেখা হয়েছে

দেশের ভেতরে এবং বাইরে সমানতালে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশের অভ্যন্তরে গত ডিসেম্বরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ এবং বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক নেতাদের বড় অংশই হয়তো এসব দেশে পাড়ি জমিয়েছেন। আর এ কারণেই তারা সবচেয়ে বেশি খরচ করছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদিও আগস্টে সরকার পতনের পর কয়েক মাসে এই হার কমে গিয়েছিল।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে থাকে। এ কারণে প্রতি বছরের ডিসেম্বরেই কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ে। আবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরে বন্ধ থাকে। এতে অনেকেই ছেলে-মেয়েদের নিয়ে বিদেশে ঘুরতে যান।

বর্তমানে ডলারের প্রবাহ স্বাভাবিক হওয়ায় লেনদেনের সীমা বেড়েছে। এসব কারণে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। একজন গ্রাহক চাইলে এখন ১২ হাজার ডলার পর্যন্ত এন্ডোর্স করতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৩ হাজার ২১৫ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪২২ কোটি টাকা বা ১৫ দশমিক ১০ শতাংশ। ডিসেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯১ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন: ঈ‌দ উপলক্ষ্যে নতুন নোট বি‌নিময় শুরু ১৯ মার্চ

ডিসেম্বরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ডিসেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৭৪ কোটি টাকা। নভেম্বর মাসে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা। সেই হিসেবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

ক্রেডিট কার্ডে মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশই হয়েছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৬৪ কোটি টাকা। এটি মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বাংলাদেশিরা খরচ করেছেন ৪০ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৭ কোটি টাকা।

একই সময়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে।

বাংলাদেশিরা সাধারণত দেশের বাইরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে। গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে। এতে জুলাইয়ে বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি। এসব কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে। ডিসেম্বরে ডিপার্টমেন্টাল স্টোরে খরচের পরিমাণ ছিল ১৫৩ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। ডিসেম্বরে এই খাতে বাংলাদেশিরা খরচ করেছেন ৮২ কোটি টাকা।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বেশি বেড়েছে। এসময় তারা বাংলাদেশে ব্যয় করেছেন ২৪০ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২০২ কোটি টাকা। সেই হিসেবে এক মাসে তাদের খরচ বেড়েছে ৩৮ কোটি টাকা বা ১৮ দশমিক ৮১ শতাংশ। দেশটির নাগরিকরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। যার পরিমাণ প্রায় ৯৩ কোটি টাকা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বেড়েছে

আপডেট: ১০:৫১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫

দেশের ভেতরে এবং বাইরে সমানতালে বেড়েছে বাংলাদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, দেশের অভ্যন্তরে গত ডিসেম্বরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৫ দশমিক ১১ শতাংশ এবং বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ১৩ দশমিক ৯৮ শতাংশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা সবচেয়ে বেশি খরচ করেছেন যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও সিঙ্গাপুরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক নেতাদের বড় অংশই হয়তো এসব দেশে পাড়ি জমিয়েছেন। আর এ কারণেই তারা সবচেয়ে বেশি খরচ করছেন ক্রেডিট কার্ডের মাধ্যমে। যদিও আগস্টে সরকার পতনের পর কয়েক মাসে এই হার কমে গিয়েছিল।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডিসেম্বরে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের মাধ্যমে বিভিন্ন অফার দিয়ে থাকে। এ কারণে প্রতি বছরের ডিসেম্বরেই কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ে। আবার বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ডিসেম্বরে বন্ধ থাকে। এতে অনেকেই ছেলে-মেয়েদের নিয়ে বিদেশে ঘুরতে যান।

বর্তমানে ডলারের প্রবাহ স্বাভাবিক হওয়ায় লেনদেনের সীমা বেড়েছে। এসব কারণে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। একজন গ্রাহক চাইলে এখন ১২ হাজার ডলার পর্যন্ত এন্ডোর্স করতে পারছেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, ডিসেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে খরচ করেছেন ৩ হাজার ২১৫ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৪২২ কোটি টাকা বা ১৫ দশমিক ১০ শতাংশ। ডিসেম্বর মাসে বাংলাদেশি ক্রেডিট কার্ডধারীরা বিদেশে খরচ করেছেন ৪৯১ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৩১ কোটি টাকা। সেই হিসেবে নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বাংলাদেশিদের বিদেশে ক্রেডিট কার্ডে খরচ বেড়েছে ৬০ কোটি টাকা বা ১৩ দশমিক ৯৮ শতাংশ।

আরও পড়ুন: ঈ‌দ উপলক্ষ্যে নতুন নোট বি‌নিময় শুরু ১৯ মার্চ

ডিসেম্বরে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে ডিসেম্বরে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করা হয়েছে ৭৪ কোটি টাকা। নভেম্বর মাসে দেশটিতে খরচের পরিমাণ ছিল ৬৮ কোটি টাকা। সেই হিসেবে এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।

ক্রেডিট কার্ডে মোট খরচের ১৫ দশমিক ১২ শতাংশই হয়েছে আমেরিকায়। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডে বাংলাদেশিরা খরচ করেছেন ৬৪ কোটি টাকা। এটি মোট খরচের ১৩ দশমিক ১৮ শতাংশ। আর তৃতীয় অবস্থানে থাকা সিঙ্গাপুরে বাংলাদেশিরা খরচ করেছেন ৪১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত। দেশটিতে বাংলাদেশিরা খরচ করেছেন ৪০ কোটি টাকা। যা নভেম্বরে ছিল ৪৭ কোটি টাকা।

একই সময়ে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারতে ক্রেডিট কার্ডের ব্যবহার কমতে থাকে।

বাংলাদেশিরা সাধারণত দেশের বাইরে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেন ভারতে। গত জুলাই মাসে তার ব্যতিক্রম দেখা গেছে। ছাত্র জনতার আন্দোলনের কারণে জুলাইয়ে দেশটি ভিসা কার্যক্রম সীমিত করে। এতে জুলাইয়ে বাংলাদেশ থেকে চিকিৎসা বা ভ্রমণের জন্য বাংলাদেশিরা ভারত যেতে পারেননি। এসব কারণেই দেশটিতে ক্রেডিট কার্ডে বাংলাদেশিদের খরচ কমেছে।

বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার করে সবচেয়ে বেশি অর্থ খরচ হয় ডিপার্টমেন্টাল স্টোরে। ডিসেম্বরে ডিপার্টমেন্টাল স্টোরে খরচের পরিমাণ ছিল ১৫৩ কোটি টাকা। বিদেশে ক্রেডিট কার্ডের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার ছিল রিটেইল আউটলেট সার্ভিসে। ডিসেম্বরে এই খাতে বাংলাদেশিরা খরচ করেছেন ৮২ কোটি টাকা।

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের ক্রেডিট কার্ডের ব্যবহার অনেক বেশি বেড়েছে। এসময় তারা বাংলাদেশে ব্যয় করেছেন ২৪০ কোটি টাকা। নভেম্বরে এর পরিমাণ ছিল ২০২ কোটি টাকা। সেই হিসেবে এক মাসে তাদের খরচ বেড়েছে ৩৮ কোটি টাকা বা ১৮ দশমিক ৮১ শতাংশ। দেশটির নাগরিকরা বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যয় করেছেন ডিপার্টমেন্টাল স্টোরে। যার পরিমাণ প্রায় ৯৩ কোটি টাকা।

ঢাকা/এসএইচ