বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে বিডি থাই এ্যালুমিনিয়াম

- আপডেট: ০৩:৪২:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
- / ১০৪৪৯ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (২২ জানুয়ারি) বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে উঠে এসেছে বিডি থাই এ্যালুমিনিয়াম লিমিটেড। আজ কোম্পানিটির ৩২ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকার। আর ২৭ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন।
আরও পড়ুন: জে এম আই হসপিটালের ক্যাটাগরি পরিবর্তন
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লাফার্জ হোলসিম বাংলাদেশের ২৫ কোটি ২১ লাখ ৮০ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৪৯ লাখ ১৬ হাজার, দেশবন্ধু পলিমারের ১৮ কোটি ৪০ লাখ ৫ হাজার, সী পার্ল রিসোর্টের ১৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার, বীচ হ্যাচারির ১৬ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৯৫ লাখ ১ হাজার এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৫ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/কেএ