বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে যেসব কোম্পানির শেয়ার

- আপডেট: ০২:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১০৩৫১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৪ সেপ্টেম্বর) বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে ছিল ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭৪ প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, ১৭৫টির দর কমেছে, ১২৫টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আগের কার্যদিবস মঙ্গলবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের ক্লোজিং দর ছিল ৬ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৬ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৫১ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৮.৭৩ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ, এমবি ফার্মার ৭.৪৯ শতাংশ, মুন্নু এগ্রো মেশিনারিজ ৬.৬৯ শতাংশ, ই-জেনারেশনের ৬.১৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জের৫.২৫ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৪.৯৮ শতাংশ, আরামিট সিমেন্টের ৪.৬১ শতাংশ দর বেড়েছে।
আরো পড়ুন: লেনদেনের শীর্ষে যেসব কোম্পানি
ঢাকা/এসএ