১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বিপিএলের পরবর্তী আসর শুরুর সময় ঘোষণা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩
  • / ১০৩৭৪ বার দেখা হয়েছে

অর্থকথা ফাইল ছবি

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ হয়েছিল। এর মধ্যেই টুর্নামেন্টটির আগামী আসরের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা পরবর্তী বিপিএল শুরুর দিনক্ষণ এবং নিলাম অনুষ্ঠিত হওয়ার সময় জানিয়েছে। কিন্তু এই আসরের সময় নিয়ে কিছুটা দোটানায় পড়েছে বিসিবি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, জাতীয় নির্বাচনের জন্য বিসিবির এমন দোটানা। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের জন্য খুব বেশি পেছাবে না বিপিএল। আজ (২৪ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও বিপিএল গভার্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এই সময় তিনি বিপিএল শুরুর বিষয় এবং প্লেয়ার্স ড্রাফট নিয়ে কথা বলেছেন।

মল্লিক বলছিলেন, ‘জাতীয় নির্বাচনের সময় এখনও নির্ধারিত হয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যাতে জাতীয় নির্বাচনের পরপরই বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ায়।’

তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে হয়তো জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’

আরও পড়ুন: সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

বিপিএল নভেম্বরে বা ডিসেম্বরে হলে ভালো হতো দাবি করে মল্লিক বলেন, ‘বিসিবি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। গতবারের দলগুলোকে আমরা সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করার কথা জানিয়ে দিয়েছি। আমরা খেলা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করবো। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।’

বিপিএলে আগের দলগুলো এবারও থাকবে কিনা- এমন প্রশ্নে এই বিসিবি পরিচালক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক নিয়ম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। আমাদের কাছে দুই তিনটা প্রস্তাব আছে। যদি কেউ চালিয়ে নিতে চায়, আমরা বিকল্প নেব।’

ঢাকা/এসএম

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

বিপিএলের পরবর্তী আসর শুরুর সময় ঘোষণা

আপডেট: ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর শেষ হয়েছিল। এর মধ্যেই টুর্নামেন্টটির আগামী আসরের প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা পরবর্তী বিপিএল শুরুর দিনক্ষণ এবং নিলাম অনুষ্ঠিত হওয়ার সময় জানিয়েছে। কিন্তু এই আসরের সময় নিয়ে কিছুটা দোটানায় পড়েছে বিসিবি।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা গেছে, জাতীয় নির্বাচনের জন্য বিসিবির এমন দোটানা। আগামী বছরের জানুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে নির্বাচনের জন্য খুব বেশি পেছাবে না বিপিএল। আজ (২৪ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি পরিচালক ও বিপিএল গভার্নিং বোর্ডের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। এই সময় তিনি বিপিএল শুরুর বিষয় এবং প্লেয়ার্স ড্রাফট নিয়ে কথা বলেছেন।

মল্লিক বলছিলেন, ‘জাতীয় নির্বাচনের সময় এখনও নির্ধারিত হয়নি। আমাদের বিপিএলটা কবে হতে পারে এ নিয়ে বোর্ড মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে। যাতে জাতীয় নির্বাচনের পরপরই বিপিএলটা শুরু করতে পারি। জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে বলে শোনা যাচ্ছে মিডিয়ায়।’

তিনি আরও বলেন, ‘সেক্ষেত্রে হয়তো জানুয়ারির ১০ তারিখ বা উপযুক্ত দিন দেখে শুরু করবো। আমাদের যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। কারণ এর মধ্যে শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার্স ড্রাফটটা আমরা চেষ্টা করবো চলতি বছরের সেপ্টেম্বরের তৃতীয় বা শেষ সপ্তাহে শেষ করতে।’

আরও পড়ুন: সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য প্রকাশ

বিপিএল নভেম্বরে বা ডিসেম্বরে হলে ভালো হতো দাবি করে মল্লিক বলেন, ‘বিসিবি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছে। গতবারের দলগুলোকে আমরা সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট করার কথা জানিয়ে দিয়েছি। আমরা খেলা শুরু করতে চাই জানুয়ারি থেকে। যদি নির্বাচন তার আগে হয়, তাহলে তখনই করবো। ভালো হতো নভেম্বর-ডিসেম্বর দেওয়া, কিন্তু তখন জাতীয় দলের খেলা আছে।’

বিপিএলে আগের দলগুলো এবারও থাকবে কিনা- এমন প্রশ্নে এই বিসিবি পরিচালক বলেন, ‘ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক নিয়ম এবং টার্মস অ্যান্ড কন্ডিশন মানতে হবে। আমাদের কাছে দুই তিনটা প্রস্তাব আছে। যদি কেউ চালিয়ে নিতে চায়, আমরা বিকল্প নেব।’

ঢাকা/এসএম