০৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪

বিশ্বকাপ জিতিয়ে বাবার মৃত্যুর খবর পেলো স্পেন অধিনায়ক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩
  • / ৪১৭৩ বার দেখা হয়েছে

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। রূপকথার জন্ম দেওয়া এই স্প্যানিশ দলটির ফাইনালের নায়ক ওলগা কারমোনা। ম্যাচ শেষে জার্সিতে ‘মার্চি’ লেখা দিয়ে নিজের করা গোলটা বন্ধুর এক প্রয়াত মাকে উৎসর্গও করেছেন। তখনও জানতেন না তার জন্য অপেক্ষা করছে এরচেয়েও বড় শোক! ফাইনালের ওই গোলটির ঘণ্টাখানেক পর নিজের বাবার মৃত্যুর খবর জানতে পেরেছেন স্প্যানিশ অধিনায়ক। তাতে উৎসবের ক্ষণটি মুহূর্তেই রূপ নেয় শোকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

২৯ মিনিটে মারিওনা কালদেস্কির ক্রসে ২৩ বছর বয়সী লেফট ব্যাক ওলগার গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। অধিনায়কের একমাত্র গোলে শিরোপা ঘরে তুলেছে স্পেন। ফাইনালের পর শোক প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ওলগা কারমোনার বাবার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ফাইনালের পর তার বাবার মৃত্যুর খবরটি জানতে পেরেছেন। এই কঠিন মুহূর্তে ওলগা ও তার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। ওলগা আমরা তোমায় ভালোবাসি, তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’

আরও পড়ুন: সর্বজনীন পেনশন পেতে নিবন্ধন করলেন তামিম

বাবার মৃত্যু সংবাদের আগে উৎসবে মেতেছিলেন কারমোনা। মাঠে সতীর্থদের সঙ্গে নেচে উদযাপন শেষে স্বাভাবিকভাবে পুরস্কার বিতরণী মঞ্চে হাজির হয়েছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি। বাবাকে শিরোপা জয়ীদের জার্সির তারার সঙ্গে তুলনা করে বলেছেন, ‘ম্যাচ শুরুর আগেই তুমি আমার নিজস্ব তারায় পরিণত হয়েছ। জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জন করতে শক্তি জুগিয়েছ। আমাকে রাতে ওপর থেকে দেখেছ এবং ভীষণ গর্ববোধ করেছ। শান্তিতে ঘুমাও বাবা।’

তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কারমোনার ক্লাব রিয়াল মাদ্রিদও।

ঢাকা/এসএম

শেয়ার করুন

x

বিশ্বকাপ জিতিয়ে বাবার মৃত্যুর খবর পেলো স্পেন অধিনায়ক

আপডেট: ০৬:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপ ঘরে তুলেছে স্পেন। রূপকথার জন্ম দেওয়া এই স্প্যানিশ দলটির ফাইনালের নায়ক ওলগা কারমোনা। ম্যাচ শেষে জার্সিতে ‘মার্চি’ লেখা দিয়ে নিজের করা গোলটা বন্ধুর এক প্রয়াত মাকে উৎসর্গও করেছেন। তখনও জানতেন না তার জন্য অপেক্ষা করছে এরচেয়েও বড় শোক! ফাইনালের ওই গোলটির ঘণ্টাখানেক পর নিজের বাবার মৃত্যুর খবর জানতে পেরেছেন স্প্যানিশ অধিনায়ক। তাতে উৎসবের ক্ষণটি মুহূর্তেই রূপ নেয় শোকে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউভ

২৯ মিনিটে মারিওনা কালদেস্কির ক্রসে ২৩ বছর বয়সী লেফট ব্যাক ওলগার গোলটাই পার্থক্য গড়ে দিয়েছে। অধিনায়কের একমাত্র গোলে শিরোপা ঘরে তুলেছে স্পেন। ফাইনালের পর শোক প্রকাশ করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘ওলগা কারমোনার বাবার মৃত্যুর সংবাদে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ফাইনালের পর তার বাবার মৃত্যুর খবরটি জানতে পেরেছেন। এই কঠিন মুহূর্তে ওলগা ও তার পরিবারের প্রতি রইলো গভীর সমবেদনা। ওলগা আমরা তোমায় ভালোবাসি, তুমি স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’

আরও পড়ুন: সর্বজনীন পেনশন পেতে নিবন্ধন করলেন তামিম

বাবার মৃত্যু সংবাদের আগে উৎসবে মেতেছিলেন কারমোনা। মাঠে সতীর্থদের সঙ্গে নেচে উদযাপন শেষে স্বাভাবিকভাবে পুরস্কার বিতরণী মঞ্চে হাজির হয়েছিলেন। পরে সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে আবেগঘন পোস্ট দেন তিনি। বাবাকে শিরোপা জয়ীদের জার্সির তারার সঙ্গে তুলনা করে বলেছেন, ‘ম্যাচ শুরুর আগেই তুমি আমার নিজস্ব তারায় পরিণত হয়েছ। জানি তুমি আমাকে অনন্য কিছু অর্জন করতে শক্তি জুগিয়েছ। আমাকে রাতে ওপর থেকে দেখেছ এবং ভীষণ গর্ববোধ করেছ। শান্তিতে ঘুমাও বাবা।’

তার বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কারমোনার ক্লাব রিয়াল মাদ্রিদও।

ঢাকা/এসএম