০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২
  • / ৪২৭৭ বার দেখা হয়েছে

সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমন

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহম্মদপুর হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২। আসামি লিমন ১০ বছর ধরে পলাতক ছিল।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সেদিনই রাজধানীর সূত্রাপুর থানায় একটি হত্যামামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সংস্থাটি তদন্ত শেষ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুন: বাড়ি ফেরা হলো না লামিয়ার

বিচারিক কার্যক্রম শেষ ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে লিমনসহ আট জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট জনের মধ্যে দুই জনকে বেকুসুর খালাস দেন এবং লিমনসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকা/এসএ

শেয়ার করুন

x

বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট: ০১:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মীর মো. নূরে আলম লিমনকে (৩৪) গ্রেফতার করা হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর মোহম্মদপুর হুমায়ুন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২। আসামি লিমন ১০ বছর ধরে পলাতক ছিল।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক এ তথ্য জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় সেদিনই রাজধানীর সূত্রাপুর থানায় একটি হত্যামামলা হয়। মামলাটি তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে সংস্থাটি তদন্ত শেষ ২১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুন: বাড়ি ফেরা হলো না লামিয়ার

বিচারিক কার্যক্রম শেষ ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ওই মামলায় ২১ আসামির মধ্যে লিমনসহ আট জনকে মৃত্যুদণ্ড এবং ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট জনের মধ্যে দুই জনকে বেকুসুর খালাস দেন এবং লিমনসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। হাইকোর্টে রায় ঘোষণার সময়ও লিমন পলাতক ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে র‌্যাব।

ঢাকা/এসএ