বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেল আরও সাড়ে ৭ হাজার মানুষের

- আপডেট: ১২:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
- / ১০৩৪৬ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও৭ হাজার ৫৫৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৪ লাখ ৯৯ হাজার ৯৬১ জন। আজ শনিবার (৫ নভেম্বর) ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বেজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় রোগী শনাক্ত হয়েছে ২৪ কোটি ৯৮ লাখ ৪৩ হাজার ৯৫৮ জন এবং মৃত্যু হয়েছে ৫০ লাখ ৫৩ হাজার ৭৯৩ জনের। সুস্থ হয়েছেন ২২ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৭০৫ জন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৭৪ হাজার ৬৭৩ জন মানুষ মারা গেছেন। এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ৪৪ হাজার ৮৭ জনের। মারা গেছেন ৪ লাখ ৬০ হাজার ২৬৮ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
ঢাকা/এমটি