০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে কাল

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০
  • / ১০৪০১ বার দেখা হয়েছে

ছোটপর্দার মেধাবী নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আগামীকাল শুক্রবার (১১ ডিসেম্বর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে। দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে ছবিটি মুক্তি পাচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, নায়ারণগঞ্জ, খুলনা, পাবনা, যশোর, রংপুর, সিলেট, বরিশাল ইত্যাদি অঞ্চলে ছবিটি মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমার প্রথম ছবিতে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। দর্শকের প্রতি ছবিটি দেখার আহ্বান জানাই। তারপর আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ভুল হলে জানান। যাতে আগামীতে আরো ভালো কাজ উপহার দিতে পারি।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

বহুল আলোচিত এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম-পরীমনি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত প্রমুখ।

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাচ্ছে কাল

আপডেট: ০২:১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

ছোটপর্দার মেধাবী নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’ আগামীকাল শুক্রবার (১১ ডিসেম্বর) দেশজুড়ে মুক্তি পাচ্ছে। দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

জানা গেছে, ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, শ্যামলী সিনেমা হল, চিত্রামহল, আনন্দ এবং সৈনিক ক্লাবে ছবিটি মুক্তি পাচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, নায়ারণগঞ্জ, খুলনা, পাবনা, যশোর, রংপুর, সিলেট, বরিশাল ইত্যাদি অঞ্চলে ছবিটি মুক্তি পাচ্ছে।

এ প্রসঙ্গে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, আমার প্রথম ছবিতে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি। দর্শকের প্রতি ছবিটি দেখার আহ্বান জানাই। তারপর আপনারা গঠনমূলক সমালোচনা করুন। ভুল হলে জানান। যাতে আগামীতে আরো ভালো কাজ উপহার দিতে পারি।

ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। জুঁই নিবেদিত ‘বিশ্বসুন্দরী’দেশব্যাপী পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া। ছবির সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন।

বহুল আলোচিত এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সিয়াম-পরীমনি। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত প্রমুখ।