০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪

বিশ্বে কমছে করোনা সংক্রমণ-মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • / ৪১২৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর চার দিন ধরে কিছুটা নিম্নমুখী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ লাখ ১ হাজার ৯০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৫৪২ জনের।

আগের দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৪৯৯ জনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৮৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৭ হাজার ৯৮৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৭০৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৭৫৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১১৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজার ১০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৮১২ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ১০৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ১৯৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৩৩২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। 

ঢাকা/এমআর

শেয়ার করুন

x

বিশ্বে কমছে করোনা সংক্রমণ-মৃত্যু

আপডেট: ১০:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২

বিজনেস জার্নাল ডেস্ক: করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনোভাবেই ভাইরাসটির লাগাম টেনে ধরা যাচ্ছে না। কয়েক দিন ধরে আক্রান্ত ও মৃত্যু ক্রমশ ঊর্ধ্বমুখী থাকার পর চার দিন ধরে কিছুটা নিম্নমুখী। সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১১ লাখ ১ হাজার ৯০ জন। একই সময়ে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৫৪২ জনের।

আগের দিন রোববার (২৭ ফেব্রুয়ারি) করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৩ লাখ ৩ হাজার ৯১১ জন। একই সময়ে মৃত্যু হয়েছিল ৬ হাজার ৪৯৯ জনের।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৮৮৪ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯ লাখ ৬৭ হাজার ৯৮৬ জনে। আর সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৬৩ লাখ ২৭ হাজার ৭০৩ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫ লাখ ৬৭ হাজার ৭৫৭ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১১৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ২৪ হাজার ১০২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৮১২ জনের।
আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ১০৪ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৯ হাজার ১৯৫ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৬ লাখ ৮৯ হাজার ৩৩২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৩৮ হাজার ১৩৫ জন।

পঞ্চম স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮৮ লাখ ৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ৬১ হাজার ২২৪ জন।
আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, জার্মানি সপ্তম, তুরস্ক অষ্টম, ইতালি নবম ও স্পেন দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪১তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। 

ঢাকা/এমআর