০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
  • / ১০৩৭৩ বার দেখা হয়েছে

ফেনীতে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে হাফসা ও মরিয়ম। আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (৫ মার্চ) রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় জানান, হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, আহত তিনজনের মধ্যে দু’জনের দগ্ধের পরিমাণ ৫০ ভাগের বেশি থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের ফেনী সদর উপজেলা সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, আমরা ১০টা ২০ মিনিটের দিকে ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

আরও পড়ুন্:

শেয়ার করুন

বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জন

আপডেট: ১২:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১

ফেনীতে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- গৃহকর্ত্রী মেহেরুন নেছা ও তার দুই মেয়ে হাফসা ও মরিয়ম। আহত হাফসা একাদশ শ্রেণি ও মরিয়ম দশম শ্রেণির ছাত্রী।

শুক্রবার (৫ মার্চ) রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুদ্বীপ চন্দ্র রায় জানান, হলিক্রিসেন্ট স্কুল সংলগ্ন হাজী দুলা মিয়া সড়কের সফি ম্যানশনের পঞ্চম তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়াজ শুনে প্রতিবেশীরা এসে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নয়ন চন্দ্র দেবনাথ জানান, আহত তিনজনের মধ্যে দু’জনের দগ্ধের পরিমাণ ৫০ ভাগের বেশি থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের ফেনী সদর উপজেলা সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, আমরা ১০টা ২০ মিনিটের দিকে ঘটনা জানতে পারি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রতিবেশীরা আহতদের হাসপাতালে নিয়ে যায়।

 

আরও পড়ুন্: