বুধবার থেকে পুঁজিবাজারে স্বাভাবিক সময়সূচিতে চলবে লেনদেন

- আপডেট: ০৬:০৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
- / ১০৩২০ বার দেখা হয়েছে
আগামীকাল বুধবার (৩১ জুলাই) থেকে দেশের পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সুত্র জানিয়েছে, এদিন থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সাড়ে ৪ ঘণ্টা করে লেনদেন হবে। সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।
উভয় স্টক এক্সচেঞ্জে পোস্ট ক্লোজিং থাকবে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।
আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার ঘোষিত টানা তিনদিন সাধারণ ছুটির পর গত বুধবার (২৪ জুলাই) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। ওই দিন এবং পরের দিন বৃহস্পতিবার (২৫ জুলাই) সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।
ঢাকা/এসএইচ