০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে আরও তিন মাস সময় চায় ডিএসই

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • / ৪২২২ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিজ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে দ্বিতীয় দফায় আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে আবেদন করেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার।

উল্লেখ্য, নির্ধারিত সময়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ব্যর্থ হওয়ায় গত ৮ ডিসেম্বর ডিএসই প্রথমবার বিএসইসির কাছে এক মাস সময় চেয়ে অনুরোধ জানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এক মাস সময় বাড়িয়েছিল বিএসইসি। এখন আবারও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে ডিএসই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্র জানায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তারিক আমিন ভূঁইয়া। তারপর ডিএসই এমডি পদে নিয়োগের জন্য গত ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর ৭ ও ১১ অক্টোবর আরও কয়েকটি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো—প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে।

দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে। সর্বশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন করবে।

আরও পড়ুন: তিন’শ কোটি টাকা উত্তোলন করবে ইফাদ অটোস

ডিএসই সূত্র জানায়, ডিএসইর এমডি হতে মোট আগ্রহী ১৮ জন প্রার্থী আবেদন জমা দেন। এর মধ্যে জীবনবৃত্তান্ত দেখে সাতজন প্রার্থীর নাম যাচাই-বাছাই করা হয়। এরপর গত ১৯ ডিসেম্বর তাদের সাক্ষাৎকার নেয় ডিএসইর কমিটি। তারা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান। প্রথম দফায় এ সাতজনের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীর ডিএসইর এমডির প্রস্তাব বিএসসি জমা দেওয়ার জন্য আবারও কমিটিকে এই সাতজনের মধ্যে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়।

ঢাকা/এসএ

ট্যাগঃ

শেয়ার করুন

x

ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে আরও তিন মাস সময় চায় ডিএসই

আপডেট: ০৭:২৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নিজ প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে দ্বিতীয় দফায় আরও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে। গতকাল মঙ্গলবার (৩ জানুয়ারি) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে আবেদন করেন ডিএসইর ভারপ্রাপ্ত এমডি সাইফুর রহমান মজুমদার।

উল্লেখ্য, নির্ধারিত সময়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে ব্যর্থ হওয়ায় গত ৮ ডিসেম্বর ডিএসই প্রথমবার বিএসইসির কাছে এক মাস সময় চেয়ে অনুরোধ জানায়। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত এক মাস সময় বাড়িয়েছিল বিএসইসি। এখন আবারও তিন মাস সময় চেয়ে আবেদন করেছে ডিএসই।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বিএসইসি সূত্র জানায়, চলতি বছরের ৯ সেপ্টেম্বর ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেন তারিক আমিন ভূঁইয়া। তারপর ডিএসই এমডি পদে নিয়োগের জন্য গত ৬ অক্টোবর জাতীয় পত্রিকা ও ডিএসইর ওয়েবসাইটে এমডি পদের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়। এরপর ৭ ও ১১ অক্টোবর আরও কয়েকটি জাতীয় দৈনিক বাংলা ও ইংরেজি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। যেখানে আবেদনের শেষ সময় ছিল ৬ নভেম্বর।

প্রবিধান অনুসারে ডিএসইর এমডি নিয়োগের প্রক্রিয়ার ধাপগুলো হলো—প্রথমত, ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি এমডি পদের জন্য আবেদনকারীদের মধ্য থেকে কমপক্ষে ৩ জন প্রার্থীকে নির্বাচন করবে।

দ্বিতীয়ত, ডিএসইর পরিচালনা পর্ষদ নমিনেশন ও রিমুনেরেশন কমিটি দ্বারা নির্বাচিতদের মধ্য থেকে কমপক্ষে তিনজন প্রার্থীর জন্য সুপারিশ করবে। সর্বশেষে বিএসইসি উল্লিখিত পদের জন্য বোর্ডের সুপারিশকৃতের মধ্যে থেকে একজন আবেদনকারীকে অনুমোদন করবে।

আরও পড়ুন: তিন’শ কোটি টাকা উত্তোলন করবে ইফাদ অটোস

ডিএসই সূত্র জানায়, ডিএসইর এমডি হতে মোট আগ্রহী ১৮ জন প্রার্থী আবেদন জমা দেন। এর মধ্যে জীবনবৃত্তান্ত দেখে সাতজন প্রার্থীর নাম যাচাই-বাছাই করা হয়। এরপর গত ১৯ ডিসেম্বর তাদের সাক্ষাৎকার নেয় ডিএসইর কমিটি। তারা হলেন, মোহাম্মদ আবুল হাশেম, মরিয়াম জামিল, তোবারক হোসেন ভূঁইয়া, সাইফুর রহমান মজুমদার, সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন ও মাহবুবুর রহমান। প্রথম দফায় এ সাতজনের কাউকে যোগ্য মনে করেনি ডিএসইর নমিনেশন ও রিমুনেরেশন কমিটি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীর ডিএসইর এমডির প্রস্তাব বিএসসি জমা দেওয়ার জন্য আবারও কমিটিকে এই সাতজনের মধ্যে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব আকারে জমা দিতে বলা হয়।

ঢাকা/এসএ