ব্যাংককে আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির সভা

- আপডেট: ০৩:৩২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
- / ১০৩৮৩ বার দেখা হয়েছে
ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এর বার্ষিক সভা থাইল্যান্ডের ব্যাংককে ১৩ থেকে ১৫ জুন অনুষ্ঠিত হচ্ছে। আইওএসসিও এর উদ্যোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউভ
মঙ্গলবার (১৩ জুন) সভার অংশ হিসেবে এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) একটি সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) ও আইওএসসিও – এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সম্মানিত ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সভার শুরুতেই আইওএসসিও এর ডেপুটি সেক্রেটারি জেনারেল তাজিনডার শিং বোর্ড সভার আলোচনার উপর আলোকপাত করেন। এরপর আইওএসসিও বোর্ড এর চেয়ার এবংFinancial Services and Markets Authority Belgium এর Chairman Mr. Jean-Paul Servais. সভায় উপস্থিত এপিআরসি এর সদস্যগণকে শুভেচ্ছা বিনিময় করে তার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আরও পড়ুন: এবি ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন
এবারের এপিআরসি সভায় সিঙ্গাপুর, চিন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, লাগুস, কম্বোডিয়া, চাইনিজ তাইপে, মালদ্বীপ, ব্রুনাই শ্রীলঙ্কা, নেপাল সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ঢাকা/এসএ