ব্যাংকে নানা অজুহাতে কর্মী ছাটাই: ক্ষুব্ধ বাংলাদেশ ব্যাংক

- আপডেট: ০১:০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / ১০৩৯২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: নানামুখী চাপ সৃষ্টি ও বিভিন্ন অজুহাতে কর্মী ছাঁটাই বন্ধ করতে বেসরকারি ব্যাংকগুলোকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাদের এ বিষয়ে সতর্ক করা হয়।
বৈঠকে গভর্নর ফজলে কবির ও ডেপুটি গভর্নরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবিসি’র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির চেয়ারম্যান আলী রেজা ইফতেখার।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, করোনার কারণে চাকরি থেকে ছাঁটাইয়ের প্রমাণ পেলে ওই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যাংকগুলোকে বলা হয়েছে। ব্যাংকাররা বলেছেন, তারা ইচ্ছাকৃত কাউকে ছাঁটাই করেননি।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের এক কর্মকর্তা বলেন, কর্মীদের কারণে করোনার মধ্যে ব্যাংকগুলো আগের চেয়ে বেশি মুনাফা পেয়েছে। এরপরও অনেক প্রতিষ্ঠান অকারণে কর্মী ছাঁটাই করেছে। এর ফলে পুরো ব্যাংক খাতের কর্মীরা আতঙ্কে ভুগছেন, যা দূর করতে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে।
জানা গেছে, করোনা মহামারির সময়েও অবৈধভাবে নানামুখী চাপ সৃষ্টিতে স্বেচ্ছায় পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে ব্যাংকগুলোতে। আবার কোনো কোনো ব্যাংক বিভিন্ন অজুহাতে কর্মী ছাঁটাই করছে।
ঢাকা/এসআর