ব্যাংক এশিয়ার ঋণমান প্রকাশ

- আপডেট: ১১:২৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ১০৩১৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। দেশের অন্যতম শীর্ষ ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এই মান নিরুপণ করা হয়েছে। ব্যাংক এশিয়া সূত্র এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে ব্যাংক এশিয়া পিএলসি’র ঋণমান এসটি-ওয়ান। এই ঋণমান ব্যাংকটির পর্যাপ্ত তারল্য ও সব ধরনের দায় পরিশোধের নিশ্চয়তাময় সামর্থ্যের প্রতিফলন।
আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এএ প্লাস। এর অর্থ ব্যাংকটির উচ্চ মান, উচ্চতর নিরাপত্তা ও সাউন্ড ক্রেডিট প্রোফাইল। ঝুঁকি হচ্ছে মাঝারি।
আরও পড়ুন: গ্লোবাল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
আগামী বছরের (২০২৬) ১ জুলাই পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।
উল্লেখ, ব্যাংক এশিয়া পিএলসি ২০০৪ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ২৮২ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৫১ দশমিক ৪৩ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৩৯ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৯ দশমিক ২৩ শতাংশ শেয়ার।
ঢাকা/এসএইচ