ব্যাংক খাত সংস্কারে ৫০ কোটি ডলার দিল এডিবি

- আপডেট: ০৬:১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ১০৫০৩ বার দেখা হয়েছে
বাংলাদেশের ব্যাংক খাত সংস্কার ৫০ কোটি ডলার বাজেট সহায়তা অনুমোদন দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)। এছাড়া জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি সহায়তায় ৪০ কোটি ডলার দিয়েছে। অর্থাৎ মোট ৯০ কোটি ডলার বর্তমান মার্কিন ডলার বিনিময় হার অনুযায়ী, এর পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকা। চলতি জুন মাসের মধ্যেই এই অর্থ বাংলাদেশের হাতে চলে আসবে বলে জানিয়েছে সংস্থাটি।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার (১৯ জুন) ফিলিপাইনের ম্যানিলায় এডিবির সদর দপ্তরে বোর্ড সভায় এই বাজেট সহায়তা অনুমোদন দেওয়া হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট সহায়তার মধ্যে ৫০ কোটি ডলার ব্যয় হবে ব্যাংক খাত সংস্কারে এবং ৪০ কোটি ডলার ব্যয় হবে জলবায়ু সহনশীলতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচিতে।
আরও পড়ুন: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ সেপ্টেম্বর
এডিবির মুখ্য আর্থিক খাত বিশেষজ্ঞ সঞ্জীব কৌশিক বলেন, “বাংলাদেশের ব্যাংক খাতের প্রধান সমস্যা হলো দুর্বল সম্পদ গুণমান, তারল্য সংকট এবং সীমিত আর্থিক অন্তর্ভুক্তিকরণ। আমাদের অর্থায়নের মাধ্যমে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি, ব্যাংক খাতের মূলধন কাঠামো শক্তিশালীকরণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (MSME) জন্য অর্থায়নের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।”
ঢাকা/এসআর