ব্লকে তিন কোম্পানির কোম্পানির বিশাল লেনদেন

- আপডেট: ০৫:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২
- / ১০৩৬৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ বুধবার (১৯ অক্টোবর) সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে তিন কোম্পানির প্রায় ৭০ টাকার বিশাল শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লকে ৫৪ কোম্পানির ১২৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
আজ ব্লক মার্কেটে ৩ কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। এই ৩ কোম্পানির লেনদেন হয়েছে ৬৯ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।
আজ ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আনোয়ার গ্যালভানাইজিং। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ২৭ লাখ ২৪ হাজার টাকার।
আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩৩ কোম্পানি
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১৭ কোটি ৭৫ লাখ ৩২ হাজার টাকার।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সাউথইস্ট ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনেদেন হয়েছে ১২ কোটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার।
এছাড়া, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ১ লাখ টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৯ কোটি ৭১ লাখ ৫ হাজার টাকার, সী-পার্ল হোটেলের ৬ কোটি ৩১ লাখ ২৬ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৫ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকার, বিডিকমের ৩ কোটি ৬৩ লাখ ৮ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৩ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৩ কোটি ১১ লাখ ৬৮ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার টাকার, ফনিক্স ফাইনান্স ফাস্ট মিউচুয়াল ফান্ডের ১ কোটি ৮৯ লাখ ৫১ হাজার টাকার, পদ্মা লাইফের ১ কোটি ৭৫ লাখ ৮০ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৯ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকো শুকোকের ৮৭ লাখ টাকার, ইন্দ্রাকোস সিএনজির ৮০ লাখ ৫৬ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৭৯ লাখ ৩০ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬৮ লাখ ১৩ হাজার টাকার, বিডি ফাইনান্সের ৬৫ লাখ ৪৮ হাজার টাকার, সি এন এ টেক্সটাইলের ৬১ লাখ ৩০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৫২ লাখ ৮০ হাজার টাকার, এম এল ডাইং এর ৪১ লাখ ২০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৪১ লাখ টাকার, এডিএন টেলিকমের ৩৬ লাখ ৭ হাজার টাকার, সিলকো ফার্মার ২৯ লাখ ৮১ হাজার টাকার, কে এন্ড কিউ এর ২৭ লাখ ৭০ হাজার টাকার, জেএমআই হসপিটালের ২৬ লাখ ৬০ হাজার টাকার, শাহীবাজার পাওয়ারের ১৯ লাখ ৯৭ হাজার টাকার, রংপুর ফাউন্ড্রির ১৯ লাখ ২০ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ১৭ লাখ ২২ হাজার টাকার, ফারইস্ট নিটিংয়ের ১৪ লাখ ১৭ হাজার টাকার, ইস্টার্ন কেবলসের ১৩ লাখ ৭২ হাজার টাকার, এস আলমের ১৩ লাখ ১৪ হাজার টাকার, ফারমাইডের ১২ লাখ ৯০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ১২ লাখ ১০ হাজার টাকার, প্যাসিফিক ডেনিম ১১ লাখ ৫০ হাজার টাকার, বিচ হ্যাচারীর ৮ লাখ ৩৪ হাজার টাকার, এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৮ লাখ ৩২ হাজার টাকার, আমরা টেকের ৮ লাখ ২০ হাজার টাকার, পেপার প্রসেসিংয়ের ৭ লাখ ৮২ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ৭ লাখ ৭৩ হাজার টাকার, গ্রামীণফোনের ৭ লাখ ৬৫ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ২ হাজার টাকার, জেমিনি সীর ৬ লাখ ৪৯ হাজার টাকার, সাইহাম টেক্সটাইলের ৬ লাখ ১০ হাজার টাকার, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৫ লাখ ৩৫ হাজার টাকার, সাইনপুকুর সিরামিকের ৫ লাখ ১১ হাজার টাকার, আইডিএলসি ফাইন্যান্সের ৫ লাখ ১০ হাজার টাকার, অগ্নি সিস্টেমের ৫ লাখ ৮ হাজার টাকার, একমি লাভের ৫ লাখ ৭ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৫ লাখ ৬ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ২ হাজার টাকার, রবি আজিয়াটার ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ঢাকা/টিএ